মুম্বই: ২০১৮ সালে মুক্তি পেয়েছিল হরর কমেডি মুভি ‘স্ত্রী’ (Stree)। রাজকুমার রাও (Rajkummar Rao)-শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) জুটির এই ছবি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছিল। কমেডির মোড়কে পর্দায় ভয়ের আবহ তৈরি করেছিল ‘স্ত্রী’। এই ছবি মুক্তির পর কেটে গিয়েছে ছয় বছর। এবার আসছে স্ত্রীর সিক্যুয়াল। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল ছবির টিজার (Stree 2 Teaser)। আবারও সিলভার স্ক্রিনে শিহরণ জাগানোর আভাস দিলেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠিরা।
অমর কৌশিক (Amar Kaushik) পরিচালিত ‘স্ত্রী’ ছবিতে আমরা দেখেছিলাম মধ্যপ্রদেশের চান্দেরি গ্রামে এক তরুণীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। রাতের অন্ধকারে একা কোনও পুরুষকে দেখলে ডাকতে থাকে সে। পিছনে ঘুরলেই বিপত্তি। গায়েব করে দেওয়া হয় পুরুষকে। পড়ে থাকে শুধু তার পোশাক। এই কাহিনিকে হাসির পাশাপাশি কমেডির মোড়কেও সাজিয়েছিলেন পরিচালক অমর কৌশিক।
আরও পড়ুন: সোনাক্ষী-জাহিরের বিয়েতে শাহরুখ-গৌরীর প্রসঙ্গ টানলেন তসলিমা
‘স্ত্রী ২’-এর টিজারেও শ্রদ্ধাকে একই মেজাজে দেখা গেল। ভিকির চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। আগের মতোই বিট্টু আর জনার চরিত্রে থাকছেন অপারশক্তি খুরানা (Aparshakti Khurana) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর রুদ্র হিসেবে আবারও দেখা গেল পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)-কে।
View this post on Instagram
‘স্ত্রী ২’-এর টিজারে নজর কাড়লেন তামান্না ভাটিয়া। ঘোমটা দিয়ে মুখ ঢাকা স্ত্রীর মূর্তির উপর জল ঢালার দৃশ্য দিয়ে শুরু হচ্ছে টিজারটি। স্ত্রীর প্রথম পর্বের থেকে ‘স্ত্রী ২’ আরও বেশি শিহরণ জাগাবে সেই ইঙ্গিত রয়েছে টিজারেই। সাসপেন্স, শিহরণ, কমেডি, ভয় নিয়ে আগামী ১৫ অগাস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘স্ত্রী ২’। এইদিনেই নিখিল আডবাণী পরিচালিত ‘বেদা’-র মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দেখুন বিনোদনের আরও খবর