কলকাতা: মাঝেই মাঝেই বোল্ড লুকে হাজির হন টলি অভিনেত্রী এনা সাহা (Ena Saha)। এবার ফের একবার বোল্ড লুকে নেটপাড়ায় আগুন ঝরালেন অভিনেত্রী। অনুরাগীরা বলছেন, তাঁকে দেখে চোখ ফেরানোই দায়।
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বোমা ফাটান অভিনেত্রী এনা সাহা। কিলার লুকে রীতিমতো ঝড় তুলে দেন নেটপাড়াতে। এবার তাঁকে দেখা গেল বিচ বেডে বোল্ড লুকে। খোলা চুলে, স্কিন কালার বিকিনিতে নেটিজেনদের নজর কাড়লেন এনা।
আরও পড়ুন: কোন ভুলে, কোন শর্তে শাস্তি? জানতে চান রাহুল
সুপার হট লুকে অভিনেত্রীকে দেখে অনুরাগীদের কেউ তাঁকে বললেন, তুমি সৈকতের রানি , কেউ বা আবার ‘টলিউডের অন্যতম সুন্দরী নায়িকা’ বলেও সম্বোধন করলেন অভিনেত্রীকে।
View this post on Instagram
দেখুন বিনোদনের আরও খবর