কলকাতা: রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে বিধানসভায় আলোচনা চেয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির বিধায়করা (BJP MLA Protest WB Bidhansabha)। সেই আলোচনার দাবি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) না মানায় বিজেপি বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বুধবার ওয়াকআউট করেন। তখনই বিধানসভার লবিতে পূর্বস্থলির তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন শুভেন্দু। অভিযোগ, সেই সময় তপন শুভেন্দুকে শারীরিকভাবে নিগ্রহ করেন। এই নিয়ে পরে লবিতে বিজেপি বিধায়করা দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন। তপনের বিরুদ্ধে শুভেন্দু স্পিকারকে লিখিত অভিযোগ করেন। পাল্টা অভিযোগ করেন তপনও। পরে শাসকদলের বিধায়ক হেয়ার স্ট্রিট থানায় শুভেন্দুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিন বিধানসভা অধিবেশনের শুরু থেকেই নারী নির্যাতন ও রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন শুভেন্দু। বিজেপি বিধায়করা ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন। পাল্টা স্লোগান দেন শাসকদলের বিধায়করাও। নারী নির্যাতন ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি নিয়ে বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এ নিয়ে লবিতে শুভেন্দু বলেন, রাজ্যে নারী নির্যাতন বাড়ছে। বিধানসভায় বিরোধীরা তা নিয়ে বলার সুযোগ পাচ্ছে না। বিধানসভার ভিতরে এবং বাইরে আমি নিজেই নিরাপদ নই। এর থেকে বোঝা যায়, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে।
আরও পড়ুন: জেলাশাসকদের হিমঘর থেকে আলু বের করার নির্দেশ মুখ্যসচিবের
তিনি স্পিকারকে লেখা চিঠিতে অভিযোগ করেন, কোনও বিজেপি বিধায়ক আক্রান্ত হলে, তার দায় স্পিকারের। পূর্বস্থলির বিধায়ক তাঁকে শারীরিক নিগ্রহ করেছেন। তপনের অভিযোগ, লোকসভা ভোটের সময় পূর্বস্থলিতে বাড়ির সামনে গিয়ে বিরোধী নেতা বিধায়কের মেয়ের নাম করে কিছু অসত্য অভিযোগ করেন। মেয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এদিন তিনি শুভেন্দুর কাছে সেই কথাই জানতে চেয়েছেন। শুভেন্দুর অভিযোগ, শাসকদলের ওই বিধায়ক তাঁর দিকে তেড়ে আসেন। তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়।
অন্য খবর দেখুন