ওয়েব ডেস্ক: মোবাইল (Mobile) ফোন আরও সস্তা (Chepar) হচ্ছে। মোবাইল ফোনের ব্যাটারি উৎপাদনের জন্য ২৮টি জিনিস কর ছাড়ের ক্যাপিটাল গুডসের আওতায়। শনিবার বাজেটে (Budget 2025) ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। এখন মোবাইল ছাড়া চলে না। স্মার্ট ফোনের যুগ। পঠন পাঠন থেকে দৈনন্দিন কেনাকাটা, সব কিছুতেই দরকার স্মার্টফোন। এর ফলে উপকৃত হবেন অনেকে। এছাড়া বাজেটে ঘোষণা করা হয়েছে অটো মোবাইলে এয়ারব্যাগ তৈরিতে ব্যবহৃত কোবাল্টের দাম কমছে। এলইডির দাম কমছে। ৩৭টি ওষুধের দাম কমছে।
এদিন নির্মলা সীতারামন অষ্টমবারের জন্য বাজেট পেশ করেলন। প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পরে সবচেয়ে বেশি বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। নরেন্দ্র মোদি সরকারের আমলে এটি ১৪ তম বাজেট।
আরও পড়ুন: তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য বাজেটে বড় ঘোষণা
দেখুন অন্য খবর: