Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাCPM Public Meeting: ধর্মতলায় আজ বিকেলে সিপিএমের বিশাল জনসমাবেশ, যানজটের আশঙ্কা

CPM Public Meeting: ধর্মতলায় আজ বিকেলে সিপিএমের বিশাল জনসমাবেশ, যানজটের আশঙ্কা

Follow Us :

কলকাতা: সিপিএম (CPIM) কলকাতা জেলা কমিটির (Kolkata District Commitee) ডাকে আজ, সোমবার বিকাল ৪টায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দেশের সংবিধান রক্ষা, সাম্প্রদায়িক, দাঙ্গাবাজ বিজেপি ও দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার স্লোগানকে সামনে রেখে এই সমাবেশ। চলতি ব্যবস্থার একমাত্র বিকল্প বামপন্থা সেকথা সাধারণ খেটেখাওয়া মানুষের কাছে তুলে ধরা হবে মঞ্চ থেকে। সমাবেশে ভাষণ দেবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechuri),  রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, দেবলীনা হেমব্রম প্রমুখ।

সোমবার কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর ধর্মতলায় সিপিএমের কলকাতা জেলা কমিটির ডাকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক বিজেপি ও দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হারিয়ে বাম বিকল্পকে শক্তিশালী করার আহ্বান জানাবে নেতৃবৃন্দ। সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে কলকাতা জুড়ে ব্যাপক প্রচার চলেছে দিন কয়েক ধরে। সিপিএমের দাবি, প্রচার কর্মসূচিতে মানুষের ভালো সাড়াও পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee: লক্ষ্য পঞ্চায়েত ভোট, আজ ফের জেলায় মমতা

সোমবারের সমাবেশে ৯টি মিছিল ধর্মতলায় পৌঁছবে। কলকাতার ভিক্টোরিয়া হাউস, কলকাতা কর্পোরেশনের প্রধান ফটক, সেন্ট্রাল মেট্রো স্টেশন, রামলীলা পার্ক, সুবোধ মল্লিক স্কোয়ার, পার্ক স্ট্রিট, মেট্রো, গান্ধী মূর্তি মেয়ো রোড, ডেন্টাল কলেজ এবং নোনাপুকুর ট্রাম ডিপো থেকে মিছিলগুলি ধর্মতলায় আসবে। ফলে সপ্তাহের প্রথম কাজের দিন যানজটের কবলে ফাঁসবেন সাধারণ মানুষ, একথা হলফ করেই বলা যায়। বিশেষত অফিসফেরত নিত্যযাত্রীদের প্রবল যানজটের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশ কিছু রাস্তায় ঘুরপথে গাড়ি চালাতে পারে।

উল্লেখ্য, রবিবার কলকাতায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির (Central Committee) বৈঠক চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদানি গোষ্ঠীকে (Adani Group) ঘিরে সাম্প্রতিক বিতর্কে নরেন্দ্র মোদি সরকারকে (Narendra Modi) তোপ দাগেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন,  দেশের জাতীয় সম্পদ এই গ্রুপের হাতে চলে যাচ্ছে। দেশের সম্পদ এভাবেই লুট হচ্ছে।

একইসঙ্গে ত্রিপুরা বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election) নিয়ে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় ত্রিপুরার বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হওয়া প্রয়োজন। ত্রিপুরায় বিজেপিকে ঠেকাতে অবিজেপি দলগুলিকে গণতন্ত্র রক্ষায় শামিল হওয়ার আবেদন জানান তিনি। তাঁর অভিযোগ, অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপাল কেন্দ্রীয় শাসকদলের হয়ে কাজ করছেন। শাসকদলের রাজনৈতিক এজেন্ডাগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাজ্যপাল। 

গণতন্ত্র ও সংবিধান রক্ষায় সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে বিজেপিকে হটানোর ডাক দেন সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেই লক্ষ্যেই এগোতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কেন্দ্র-রাজ্য সম্পর্ক সহ একাধিক বিষয়ে কলকাতায় তিন দিনের সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular