কলকাতা: আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় বাড়ল গ্রেফতারের সংখ্য়া। নতুন করে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল পর্যন্ত আরজি করে ভাঙচুরের ঘটনায় মোট ৩০ জনকে গ্রেফতার করেছে লালবাজার। শুক্রবার রাতে এই ঘটনায় নতুন করে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বুধবার রাত ১২টা নাগাদ আরজি করের সামনে মেয়েদের রাত দখলের কর্মসূচি শুরু হয়। ঠিক তারপরই একদল যুবক-যুবতী আচমকাই পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে পড়েন। ভাঙচুর চালানো হয় জরুরি বিভাগ। এমনকী আন্দোলনকারী চিকিৎসকদের মঞ্চও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। প্রায় আধ ঘণ্টা ধরে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালায় তারা। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই হামলায় কয়েকজন পুলিশকর্মীও জখম হয়েছেন। কিন্তু যাঁরা হামলা চালালেন, তাঁরা কারা, এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়।
আরও পড়ুন: ১৩০০ যাত্রী নিয়ে বেলাইন সবরমতী এক্সপ্রেস
এদিকে গতকালকের রাতে আরজি করে হামলার ঘটনায় তিনটি পৃথক মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। স্বতঃপ্রণোদিত ওই তিন মামলায় পুলিশের উপর হামলা, হাসপাতালের চিকিৎসকদের উপর আক্রমণ ও হাসপাতালের সম্পত্তি নষ্ঠ করার মামলাও রুজু করা হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: