skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeকলকাতাজোড়া খুন-কাণ্ডে ধৃত বাপি ও জাহিরকে আজ আলিপুর আদালতে তোলা হবে

জোড়া খুন-কাণ্ডে ধৃত বাপি ও জাহিরকে আজ আলিপুর আদালতে তোলা হবে

Follow Us :

কলকাতা : গড়িয়াহাটে জোড়া খুন-কাণ্ডে ধৃত বাপি মণ্ডল ও জাহির গাজিকে আলিপুর আদালতে পেশ করা হবে।

কাঁকুলিয়ায় জোড়া খুনে শুক্রবারই গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত ভিকির ২ সঙ্গী বাপি মণ্ডল ও জাহির গাজি। এখনও অধরা মূল অভিযুক্ত। দুজনেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিঠু হালদারকে জেরা করে এদের নাম উঠে এসেছিল। টানা জিজ্ঞাসাবাদে খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছিল তারা।

জোড়া হত্যা-কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার ৩ জন। তবে, এখনও অধরা মূল অভিযুক্ত ভিকি। সূত্রের দাবি, জোড়া খুনে সরাসরি যুক্ত ছিল ৫ জন। তিনজন আততায়ীকে মিঠু হালদার ও একজনকে কাজে লাগিয়েছিল ভিকি।

আরও পড়ুন : মাঝ রাতে ডায়মন্ড হারবারে নামল ধস, একাধিক বাড়িতে ধরেছে ফাটল

গড়িয়াহাটের মতো ব্যস্ত এলাকায় বিকেলে তিন তলা বাড়িতে ঢুকে কর্পোরেট কর্তা ও তাঁর গাড়ির চালককে খুন। এই কাজ করা যে দু-এক জনের পক্ষে করা সম্ভব নয়, তা বুঝতে পেরেছিলেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজে যে ৫ জনকে দেখা গিয়েছিল, তার মধ্যে বাপি ও জাহিরও ছিল। তারা সরাসরি খুনের সঙ্গে যুক্ত। আজ ধৃত দুজনকে আলিপুর আদালতে তোলা হবে।

RELATED ARTICLES

Most Popular