নয়াদিল্লি: আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী (Central Security Forces) মোতায়েন নিয়ে বিভ্রান্তি কাটল। শীর্ষ আদালতের প্রাথমিক লিখিত নির্দেশনামায় কেন্দ্রীয় বাহিনীর উল্লেখ না থাকা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। তবে মঙ্গলবার সন্ধ্যার পর ওই ওয়েবসাইটে রায়ের যে কপি আপলোড করা হয়েছে, তাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ রয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব ২০ অগাস্ট ২০২৪ থেকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ অথবা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ-র হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: প্রায় ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোলেন সন্দীপ ঘোষ
অন্যদিকে, মঙ্গলবারই রাজ্যের এডিজি আইনশৃঙ্খলার জারি করা নির্দেশে বলা হয়েছে, আরজি কর ছাড়া রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা দেখভালের জন্য প্রাক্তন সেনা ও পুলিশ কর্মীদের নিয়োগ করা হবে। তাঁদের পারিশ্রমিক দেবে স্বাস্থ্য দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থল, বায়ু ও নৌসেনার প্রাক্তন নায়েব-সুবেদার, সুবেদার, ক্যাপ্টেন, মেজর অথবা সম-পদমর্যাদার অফিসারদের নিয়োগ করা হবে।
পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সোমবারই দেশের প্রত্যেক হাসপাতালে প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড ও মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগের নির্দেশ দিয়েছে। নিয়মমাফিক সিসিটিভি নয়, হাসপাতালে ‘হাই রেজোলিউশন’-ক্যামেরা যুক্ত সিসিটিভি বসানোর কথাও বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায়।
আরও খবর দেখুন