বরাহনগর: বিজেপিতে যোগদান করায় বরাহনগরের জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেটারকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আতঙ্কে গৃহবন্দী ওই প্রতিবন্ধী ক্রিকেটার। গত ২৩ মে বরাহনগরে বিজেপির সভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন পুরসভার ১ নম্বর ওয়ার্ডের নর্দান পার্কের বাসিন্দা কমল সরকার। কমলকে এলাকায় সবাই কাজু নামে চেনে।
অভিযোগ, বুধবার তে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শান্তনু মজুমদার ওরফে মেজোর অনুগামীরা তাঁকে উত্যক্ত করে। তারপর একে অপরের মধ্যে বাদানুবাদ শুরু হয়। প্রতিবাদও করলে তৃণমূল কাউন্সিলর শান্তনু তাঁকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় যথেষ্টই আতঙ্কিত আক্রান্ত ওই ব্যক্তি।
আরও পড়ুন: বাঁধ নেই, ধীরে ধীরে চা বাগানের দিকে এগোচ্ছে নদী, আতঙ্কে স্থানীয়রা
কমল এতটাই আক্রান্ত যে তিনি কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। এ বিষয়ে বরাহনগর পুরসভার পুর পারিষদ সদস্য অঞ্জন পাল বলেন, এই ধরনের ঘটনা কোনওভাবেই কাম্য নয়। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অন্যায় হয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: