নয়াদিল্লি: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটে (NEET Exam) বাড়তি নম্বর পাওয়া বা গ্রেস পাওয়া পরীক্ষার্থীদের নম্বর বাতিল করা হবে। তার বদলে তাঁদের আরও একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) হলফনামায় এমনই জানাল কেন্দ্রীয় সরকার।
সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ১৫৬৩ জন নিট পরীক্ষার্থীকে দেওয়া বাড়তি নম্বর বাতিল করা হবে। তাঁদের নতুন পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। যাঁরা এই পরীক্ষা দিতে চান তাঁদের ২৩ জুন পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার ফল প্রকাশ হবে ৩০ জুন। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে। ওই পরীক্ষার্থীদের ফলাফল পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিই এই সিদ্ধান্ত নিয়েছে। এমবিবিএস, বিডিএস এবং অন্যান্য পাঠক্রমের জন্য কাউন্সেলিং শুরু হবে ৬ জুলাই।
আরও পড়ুন: ষষ্ঠীর রাতে জামাইয়ের হাতে খুন স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
উল্লেখ্য, নিটে ৬৭ জন প্রথম স্থান অধিকার করায় বিতর্ক শুরু হয়েছিল দেশজুড়ে। পরে জানা যায়, প্রশ্নপত্র ও কিছু পরীক্ষাকেন্দ্র সময়জনিত সমস্যার কারণে বাড়তি নম্বর দেওয়া হয়েছিল ১৫৬৩ জন পরীক্ষার্থীকে। সুপ্রিম কোর্ট এই ঘটনায় কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল।
আরও খবর দেখুন