skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeকলকাতাবিপুল ভোটে নেত্রী জিতছেন, বললেন ফিরহাদ

বিপুল ভোটে নেত্রী জিতছেন, বললেন ফিরহাদ

Follow Us :

কলকাতা :  দুই একটা বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে এসেছে ৷ কিন্তু, দিনের শেষে মোটামুটি শান্তিতেই মিটল ভোট পর্ব ৷ ভবানীপুর থেকে বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন বলে দাবি করলেন ফিরহাদ হাকিম ৷

বিকেল ৫.৩০: বিকেল ৫টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়ল ৫৩.৩২ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়ল ৭৭.১২ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত সামশেরগঞ্জে ভোটদানের হার ৭৮.৬০ শতাংশ।

বেলা ৩.১৫: মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ১.৩০: সপরিবারে ভোট দিলেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।

দুপুর ১.১৫: দুপুর ১টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়ল ৩৫.৯৭ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়ল ৫৩.৭৮ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত সামশেরগঞ্জে ভোটদানের হার ৫৭.১৫ শতাংশ।

দুপুর ১২.৪৫: ভবানীপুরের খালসা হাইস্কুলে উত্তেজনা। তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে বচসা। বিজেপির অভিযোগ, বুথে ভুয়ো ভোটার রয়েছে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, ওই ব্যক্তির কাছে ভোটার স্লিপ ছিল।

দুপুর ১২.০০: ফিরহাদ-সুব্রতর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ, সকাল থেকেই ফিরহাদ-সুব্রত ভবানীপুরের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের প্রভাবিত করছে। ভোট শেষ না হওয়া পর্যন্ত তাঁদের ভবানীপুর এলাকার বাইরের কোনও এলাকার থানায় নজরবন্দি করার দাবি বিজেপির।

সকাল ১১.২৭: সকাল ১১টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়ল ২১.৭৩ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়ল ৩৬.১১ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত সামশেরগঞ্জে ভোটদানের হার ৪০.২৩ শতাংশ।

সকাল ১০.৫৫: জঙ্গিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী জাকির হোসেনের সঙ্গে কুশল বিনিময় করলেন বিজেপি প্রার্থী সুজিত দাস। বৃহস্পতিবার রঘুনাথগঞ্জে একটি বুথে আসেন বিজেপি প্রার্থী সুজিত দাস। ওই পথেই আসছিলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন।গাড়ি থামিয়ে সুজিতবাবুর সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

জঙ্গিপুরে কুশল বিনিময় করলেন তৃণমূল ও বিজেপির প্রার্থী

সকাল ১০.৪৫: বেলা বাড়তেই ভবানীপুরের বিভিন্ন বুথের বাইরে লাইন। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, আশ্বাস কমিশনের।

সকাল ১০.২৫: মুর্শিদাবাদ জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আনারুল হককে আটক করল সামশেরগঞ্জ থানার পুলিশ। বুধবার রাতে সামসেরগঞ্জের ঘনশ্যামপুর এলাকায় গন্ডগোলের জেলা পরিষদ সদস্যকে আটক করেছে পুলিশ। তৃণমূল কর্মীদের অভিযোগ রাত দুটো নাগাদ সমসেরগঞ্জের তৃণমূল পঞ্চায়েত কর্মী জিয়াউর রহমানের বাড়িতে হামলা হয়। সেই ঘটনায় আনারুলকে গ্রেফতার করেছে পুলিশ।

সকাল ১০.২০: ভোটের দিন বাড়ল বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নিরাপত্তা। তাঁর নিরাপত্তার দায়িত্ব নিল কলকাতা পুলিশ।

সাংবাদিকদের মুখোমুখি প্রিয়াঙ্কা টিবরেওয়াল

সকাল ১০.০৫: মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ ইলেকশন এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায় বিভিন্ন বুথ ঘুরে দেখলেন।

বুথ পরিদর্শনে মমতার চিফ ইলেকশন এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায়

সকাল ৯.৫৫: কলকাতা পুলিশের ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভোট দিয়ে বেরিয়ে এ কথা বলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া।

শিশির বাজোরিয়া
ভোট দিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া

সকাল ৯.৫০: চেতলায় বুথ পরিদর্শন করলেন কমিশনের পর্যবেক্ষক। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা ছাড়াও কোভিড বিধি মানা হচ্ছে কি না, তা দেখছেন  পর্যবেক্ষক।

কমিশনের পর্যবেক্ষক
চেতলা গার্লস স্কুলে কমিশনের পর্যবেক্ষক

সকাল ৯.৪৫: মিত্র ইন্সটিটিউশনে নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করছেন কমিশনের অবজারভার। এই কেন্দ্রেই ভোট দেবেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

সকাল ৯.৪০: ভোট দিলেন বিজেপির মুখপাত্র শিশির বাজোরিয়া। ১০৪ নম্বর বুথে ভোট দিলেন তিনি।

সকাল ৯.৩০: সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়ল ৭.৫৭ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়ল ১৭.৫১ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত সামশেরগঞ্জে ভোটদানের হার ১৬.৩২ শতাংশ।

সকাল সকাল ভোট

সকাল ৯.২০: মাস্ক দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে।

সকাল ৭টা থেকে রাজ্যের তিন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে ভবানীপুরে বিধানসভা উপনির্বাচন হচ্ছে রাজ্যের আরও দু’টি কেন্দ্র— সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও একই সঙ্গে হচ্ছে বকেয়া বিধানসভা ভোট। কোভিড প্রোটোকল মেনে ভোট দিচ্ছেন তিন কেন্দ্রের ভোটাররা।

RELATED ARTICLES

Most Popular