কলকাতা: বুধবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ এলাকায় এই নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর জেরে বাংলা উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত হবে। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর। সেইসঙ্গে হালকা ঝড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলাতে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতায় বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দিনভর কয়েক পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর আগে এই দুর্যোগ জারি থাকবে। তবে পুজোর দিনগুলিতে বৃষ্টি হবে কিনা, সে বিষয় এখনও কিছু জানা যায়নি। মঙ্গলবারই সাগরে একটি নিম্নচাপ (Low Pressure) তৈরি হয়েছে। জোড়া ঘূর্ণাবর্ত মঙ্গলবারই নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে চলতি সপ্তাহ জুড়ে আবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। মাটি হতে পারে পুজোর বাজার।
আরও পড়ুন: DVC স্টাফ অ্যাসোসিয়েশনের চিঠি মুখ্যমন্ত্রীকে, কারণ কী?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টি হবে। বেশকিছু জেলায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। উত্তরেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে রয়েছে সেই ঘূর্ণাবর্ত।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
দেখুন আরও অন্যান্য খবর: