Placeholder canvas
HomeScrollসাহেবের থেকে টাকা ধার নিয়ে ফ্ল্যাট কিনেছি, বললেন রামস্বরূপ

সাহেবের থেকে টাকা ধার নিয়ে ফ্ল্যাট কিনেছি, বললেন রামস্বরূপ

মাসে মাসে শোধ দিচ্ছেন, দাবি পরিচারকের

কলকাতা: শনিবার দুপুরে ইডি দফতরে এল প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পরিচারক রামস্বরূপ শর্মা। যদিও তাঁর দাবি, তিনি জ্যোতিপ্রিয়র খাবার নিয়ে এসেছেন। বেশ কিছুক্ষন পর তিনি ইডি দফতর থেকে বেরিয়ে আসেন। তখন সাংবাদিকদের মুখোমুখি হয় রামস্বরূপ বলেন, আমি কোম্পানির ব্যাপারে কিছু বলতে পারবো না। আমার কিছু জানা নেই।

তিনি আরও বলেন, আমার কেষ্টপুরে একটি ফ্লাট আছে। আমি লোন হিসাবে নিয়েছিলাম এবং পাঁচ লক্ষ টাকা শোধও করেছি। লকডাউনের আগে সাহেবের কাছ থেকে নিয়েছিলাম। বাকি টাকা মাসে মাসে দিচ্ছি। আমার কাছ থেকে সাদা কাগজে সই করিয়েছিল। যাঁরা এসেছিল তাঁদের চিনি না। সাহেবের নাম করে বলেছিল। অনেক বছর আগে এসেছিল। সেটা উল্টোডাঙার দিকে একটা রাস্তায় সই করিয়েছিল। বলেছিল সাহেব পাঠিয়েছে। এটা তোমায় করে দিতে হবে। সাহেব বলতে জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলছিল।

আরও পড়ুন: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে স্থানীয় যুবককে খুন

তিনি বলেন, ইডি ডেকেছিল, আমি কথা বলেছি। সত্যি কথা যা ছিল, সেটাই বলেছি। যা যা জিজ্ঞাসা করেছে আমি বলেছি। কিছু তথ্য চেয়েছিল, সেগুলি জমা দিয়েছি।

দেখুন আরও অন্য়ান্য খবর: 

Gairkata News | কলকাতা টিভিতে খবর সম্প্রচারের জের, গয়েরকাটা ডাকঘর সংস্কারের উদ্যোগ

RELATED ARTICLES

Most Popular

Recent Comments