কলকাতা: আরজি করে হামলার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্যক্তির ছবি পোস্ট করে তাদের সন্ধান চেয়েছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। তারপরেই পুলিশের জালে ধরা পড়ে হামলার ঘটনায় বেশ কয়েকজন অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই বুধবার রাতে আরজি করে হামলার ঘটনায় ২০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের তদন্তকারীরা। শুক্রবার আবারও সোশ্যাল মিডিয়ায় আরও কয়েকজনের ছবি পোস্ট করে সন্ধান চাইল লালবাজার (Lalbazar)।
আরও পড়ুন: সিবিআইয়ের জালে সন্দীপ ঘোষ, রাস্তা থেকেই আটক
উল্লেখ্য, চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যেই বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। তছনছ করা হয় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সহ ওষুধের স্টোররুমও। হামলা চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরেও।
ভাঙচুর করা হয় আরজি করের পুলিশ ফাঁড়ি, এমনকি চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চও। পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশকর্মীদের উপর হামলাও চালানো হয়। কিছু ক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফও।
আরও খবর দেখুন