কলকাতা: জাকারিয়া স্ট্রিটে দুর্ঘটনা। ড্রাইভারের মৃত্যুকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে এখনও পর্যন্ত মৃত ওই ড্রাইভারের পরিচয় কিছু জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ওই ড্রাইভার নিজের গাড়িতে চাবি লাগিয়ে চা খেতে যান। এরপর এক নেশাগ্রস্ত ব্যক্তি ওই গাড়িতে উঠে যায়। এরপরই ঘটে যায় বিপত্তি।
এরপর ওই নেশাগ্রস্ত ব্যক্তি গাড়ি চালাতে শুরু করে। চলন্ত গাড়ি দেখেই টনক নড়ে ড্রাইভারের। এরপর তা দেখে গাড়ি আটকানোর চেষ্টা করেন তিনি। সামনে থেকে গাড়ি আটকানোর চেষ্টা করতে যান ওই ড্রাইভার। কিন্তু পা পিছলে পড়ে যান তিনি। এরপরই তাঁর উপর দিয়ে গাড়ি চলে যায় বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে পুলিশ গিয়ে ওই গাড়িটি উদ্ধার করেছে। মৃত ওই ড্রাইবারের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: ট্রাকের সামান্য খালাসি থেকে উত্থান বালু ঘনিষ্ঠ বারিকের