ক্রিকুরু। ক্রিকেটের সঙ্গে যে এ নাম যুক্ত, নামের প্রথম অক্ষর থেকে বোঝা যাচ্ছে। কিন্তু এই নামের সঙ্গে যদি শোনা যায়, বীরেন্দ্র সেহবাগের নাম? তাহলে আলোচনার পারদ ঊর্ধ্বমুখী হবে। হয়েছেও। ‘ ক্রিকুরু ‘ একটি অভিনব ক্রিকেট কোচিং অ্যাপ নির্ভর ওয়েবসাইট। সেহবাগের এই ওয়েবসাইট আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট নিয়ে বানিয়েছেন। বছরে কমপক্ষে ২৯৯ টাকা দিয়ে সাবস্ক্রিপশন নেওয়া যাবে।
এই ওয়েবসাইটের বৈশিষ্ট হল, যারা ব্যাবহার করবে তারা নিজেদের দিয়েই এই ক্রিকেট কোচিং
পরখ করতে পারবে। প্রতিটি ক্রিকেটারের জন্য কী কী করতে হবে, তার পরিকল্পনা সাজিয়ে দেবেন সেহবাগ এবং প্রাক্তন জাতীয় ক্রিকেটার , জাতীয় দলের কোচ (২০১৫ – ২০১৯) সঞ্জয় বাঙ্গার।
এমন অভিনব ভাবনার কারণ কী? সেহবাগ বলেছেন, ‘ আমাদের লক্ষ্য একটাই। ক্রিকেটের ইকোসিস্টেম চালু করা। এরজন্য বিশ্বের নামজাদা ক্রিকেটারদের থেকে সবরকম টিপস পাবে এইসব ক্রিকেটাররা। ‘
সঞ্জয় বাঙ্গারের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, ‘ দেশ – বিদেশের তারকা ক্রিকেটাররা ভবিষ্যতের ক্রিকেটারদের সঙ্গে সরাসরি কথাবার্তা বলবেন। আবার নিজেদের অভিজ্ঞতা ভাগ করে দেবেন। এই ক্রিকেটারদের তালিকায় এখন পর্যন্ত আছেন, এ বি ডিভিলিয়ার্স , ব্রায়ান লারা, জন্টি রোডস, ক্রিস গেইল, হরভজন সিং দের মতন ক্রিকেটাররা। ‘
এই অ্যাপ নাকি দেশে – বিদেশে যে কোনো কোনায় থাকা ভবিষ্যতের ক্রিকেটাররা ক্রিকেট কোচিং পেয়ে যাবে। সঞ্জয় বলছিলেন, মাসে ২০ হাজার সাবস্ক্রাইবার তারা পাবেন বলে আশাবাদী।
সেহবাগ বলছেন,আই পি এলের উঠতি ক্রিকেটারদের নয় – অভিজ্ঞ ক্রিকেটারদের মাইন্ড সেট নিয়েও এখানে প্রচুর রসদ আছে। কোনও শিক্ষানবিশ ক্রিকেটার ইচ্ছে করলে পছন্দের ক্রিকেটারের সঙ্গে কথা বলতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে।
সঞ্জয় বলছিলেন, বিভিন্ন ধরনের মডিউল রাখা হয়েছে অ্যাপে। সিঙ্গল মডিউল ২৯৯ থেকে ১২০০ টাকা পর্যন্ত আছে। ১০ জনের মডিউল আছে, যা লাগবে ৪৯৯৯ টাকা। দেশের যে কোনও অংশে ক্রিকেট কোচিং সেন্টারে মাসে ২০০০ -৩০০০ টাকা নেওয়া হয়। সেই ভাবনায় বদল আনতে চলেছে, ক্রিকুরু। এত কম টাকায় সারা বছরের জন্য মেম্বারশিপ নিলে, মিলবে ক্রিকেট শেখার সব দিক।
ছবি:সৌ-টুইটার।