নয়াদিল্লি: আন্তর্জাতিক (International) অপরাধ দমনে (Crime prevention) একধাপ এগিয়ে গেল ভারত (India)। এবার আর দেশে অপরাধ করে বিদেশে পালিয়ে বাঁচতে পারবে না অপরাধীরা। যে দেশেই থাকুন, সেখানে তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে।
‘ভারতপোল’ (Bharatpol) পোর্টালের (Portal) উদ্বোধনের মধ্যে দিয়ে এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন, আন্তর্জাতিক তদন্তকে আরও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এই পোর্টাল আন্তর্জাতিক তদন্তে এক যুগের সূচনা করল।
আরও পড়ুন: অবশেষে বিনা শর্তেই জামিন পেলেন প্রশান্ত কিশোর
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ ভারতপোল চালু হয়েছে। সিবিআই (CBI) একমাত্র এজেন্সি যা ইন্টারপোলের সঙ্গে কাজ করার জন্য চিহ্নিত ছিল, কিন্তু ভারতপোল চালু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ভারতীয় সংস্থা এবং সমস্ত রাজ্যের পুলিশ সহজেই ইন্টারপোলের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। আমরা এই শূন্যতা পূরণ করে অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতার সঙ্গে কাজ করতে পারব।”
ভারতপোল আন্তর্জাতিক অপরাধ দমন তদন্তে সহায়তা করবে। কেন্দ্রীয় এজেন্সি কার্যকর ভারতপোল ব্যবহারের জন্য পুলিশকে প্রশিক্ষণ দেবে। অনলাইন প্ল্যাটফর্মটি, সিবিআই দ্বারা তৈরি করা হয়েছে। এখন, রাজ্য পুলিশ বাহিনী সহ সমস্ত সংস্থা, বিদেশে পলাতক বা অন্যান্য আন্তর্জাতিক বিষয়ে তথ্যের জন্য ইন্টারপোলের কাছে নির্বিঘ্নে অনুরোধ পাঠাতে পারে।
ইন্টারপোল একটি আন্তর্জাতিক সংস্থা যা বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা ও সহযোগিতার সুবিধা প্রদান করে আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায়। ভারতপোলের পাঁচটি প্রধান মডিউল আমাদের সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাকে একক প্ল্যাটফর্মে নিয়ে আসবে।”
স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, সাইবার ক্রাইম, আর্থিক অপরাধ, অনলাইন মৌলবাদ, সংগঠিত অপরাধ, মাদক পাচার এবং মানব পাচার সহ আন্তর্জাতিক অপরাধের ক্রমবর্ধমান অপরাধ দমনে তদন্তে দ্রুত, বাস্তব-সময়ের আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য হয়ে উঠেছে। অনেক অপরাধী অপরাধ করে আইনের নাগালের বাইরে থেকে গেছে। তবে এই ব্যবস্থার মাধ্যমে ভারত থেকে যারা পালিয়ে যাবে তাদের আইনের আওতায় আনা হবে। তারা ভারতে না থাকলেও তাদের বিচার হবে এবং তারা যেখানেই থাকুক না কেন শাস্তির মুখোমুখি হবে।
অমিত শাহ জানিয়েছেন, ২০২১ সাল থেকে ২০২৪ সালে ২৬ সহ ১০০ জনের মতো ওয়ান্টেড অপরাধীকে ইন্টারপোলের সমন্বয়ের মাধ্যমে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩৫ জন সিবিআই অফিসার, কর্মকর্তাকে পুলিশ পদক প্রদান করেছেন, যারা বিশিষ্ট পরিষেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক এবং তদন্তে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক পেয়েছেন।
দেখুন অন্য খবর:
.