বাঁকুড়া: লক্ষ্য পঞ্চায়েত (panchayet) নির্বাচন।
লক্ষ্য আদিবাসী (Tribal) ভোট ব্যাঙ্ক।
আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। অলিখিত প্রচারে নেমে পড়েছে শাসক, বিরোধী সব দলই। এবা্র অখিল গিরি ইস্যুকে হাতিয়ার করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) ছবি নিয়ে আদিবাসীদের দরজায় পৌঁছল বিজেপি। উচ্চ নেতৃত্বের নির্দেশেই আদিবাসী অধ্যুষিত এলাকায় বিজেপি নেমে পড়েছে। গত ১৬ নভেম্বর বিজেপির সাংগঠনিক বৈঠকে বাঁকুড়া জেলার নেতৃত্বকে আদিবাসীদের দুয়ারে যেতে বলা হয়েছে। সেখানে রাষ্ট্রপতির (President) ছবি নিয়ে প্রচার করার বার্তা দিয়েছেন বিজেপির উচ্চ নেতৃত্ব। শুক্রবার সকালেই বাঁকুড়া (bankura) ১ নম্বর ব্লকের বিজেপি নেতৃত্ব পৌঁছে গিয়েছিলেন সিয়াড়বাদা আদিবাসী গ্রামে। আদিবাসীদের হাতে বিজেপির (Bjp) নেতারা তুলে দেন রাষ্ট্রপতির ছবি। সেই ছবি তুলে ধরে রাজ্যের এক মন্ত্রীর রাষ্ট্রপতি সম্পর্কে করা বেফাঁস মন্তব্যের প্রতিবাদে তৃণমূলকে ভোট না দিতে বলেন বিজেপি নেতারা।
আরও পড়ুন: Arambag Clash: আরামবাগে আদি ও নব্য তৃণমূলের সংঘর্ষ, গ্রেফতার ১২
প্রচারে বিজেপির বক্তব্য, একজন আদিবাসী মহিলাকে অপমান করা হয়েছে। তার ভিত্তিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ভোট না দিয়ে তীব্র প্রতিবাদ করার আবেদন জানাচ্ছেন তাঁরা। এদিন স্থানীয় ভাষাতেও আদিবাসীদের এই বার্তা দেন বিজেপির আদিবাসী নেতারা। বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করে তৃণমূলের (Tmc) দাবি, বিজেপি কী করছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তারা শুধু সমালোচনা করতে জানে। মানুষের জন্য কাজ করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নজিরবিহীন উন্নয়নে সব পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।