হাবরা: স্কুলের প্রধান শিক্ষককে (Principle)স্কুলের মধ্যে তালা বন্ধ করে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। দীর্ঘক্ষন বিক্ষোভ চলার পর পুলিশ উদ্ধার করেন। স্কুলের প্রধান শিক্ষকের (Principle) সঙ্গে এমন ঘটনা ঘটায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা স্কুল চত্বরে। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অধীনে রয়েছে রাজবল্লভপুর উচ্চ মাধ্যমিক হাইস্কুল।
এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে কিছুদিন আগে অভিভাবকরা খুব জানিয়েছিলেন। স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকরা। প্রধান শিক্ষকের আচরণ সন্তুষ্ট নয়, ছাত্র-ছাত্রীদের অভিযোগ শারীরিক শিক্ষার জন্য ড্রেস কিনতে হবে বলে তাদের কাছ থেকে ৪০০ টাকা করে নেওয়া হয় অথচ ড্রেস দেওয়া হয়নি। ছাত্র-ছাত্রীদের দাবি স্কুল ছাত্রদের কাছ থেকে টাকা তুলে সেই টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলেছেন।
আরও পড়ুন: টানা বৃষ্টির জেরে ডুবল সেতু, বাঁকুড়া থেকে যাতায়াত বন্ধ ১৫ গ্রামের
তাই শনিবার ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের কাছে গিয়ে জানতে চাইলে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করেন বলে অভিযোগ করে পড়ুয়ারা। এরপরে স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুলের মধ্যে তালা বন্ধ করে রাখল প্রধান শিক্ষককে এবং প্রধান শিক্ষকের ঘরের সামনে দরজার উপরে চক দিয়ে লেখা হলো প্রধান শিক্ষক চোর। স্কুল ছাত্র রয়েছে চরম উত্তেজনা।স্কুলের প্রধান শিক্ষক সেকেন্দার রবি দাস।