কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে ফের তলব দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়েকদিন আগেও শাহজাহানকে ব্যাঙ্কের নথি সহ তলব করেছিল ইডি। তবে সেই সমনে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে দেখা যায়নি তাঁকে। মনে করা হয়েছিল, তাঁর আইনজীবীর মারফত কোনও বার্তা বা তথ্য পাঠাবেন শাহজাহান। তবে তেমন কোনও কিছুই দেখা যায়নি।
শাহজাহান সেই যে গত ৫ জানুয়ারির পর নিখোঁজ হলেন, তারপর থেকে আর নাগালই পাচ্ছে না রাজ্যের পুলিশ। এদিকে শনিবার শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি রয়েছে। এরই মধ্যে ফের একবার তাঁকে তবল করল তদন্তাকারীরা।
আরও পড়ুন: রেড রোডে ধরনা এই পর্যায়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত, জানালেন মমতা
এদিকে আগেই শাহজাহানের সই করা কাগজ পৌঁছে গিয়েছে আদালতে। আড়ালে থেকেই শাহজাহান নিজের আইনজীবীকে দিয়ে আগাম জামিনের আর্জি জানিয়েছেন আদালতের কাছে। সপ্তাহের শুরুতে এই মামলায় শাহজাহানের বিরুদ্ধে কী প্রমাণ রয়েছে, তা আদালত জানতে চেয়েছিল ইডির কাছে। তবে তার জন্য সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। আজ আদালতকে জানাবে, কেন শাহজাহানকে খুঁজছে তারা। রেশন মামলায় কী কী প্রমাণ রয়েছে তৃণমূলের এই নেতার বিরুদ্ধে।