skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeখেলাT20 WC 2022: পাক বধের পর সেমিতে ওঠা কতটা সহজ ভারতের

T20 WC 2022: পাক বধের পর সেমিতে ওঠা কতটা সহজ ভারতের

Follow Us :

বিরাট কোহলির জাদুতে মেলবোর্নে পাকিস্তানকে হারানোর পর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার বিষয়টা অনেকটাই সহজ হয়েছে। আগে থেকেই বলা হচ্ছিল, সুপার ১২ পর্বে গ্রুপে টিম ইন্ডিয়ার প্রধান দুটি চ্যালেঞ্জ পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকা। একটা চ্যালেঞ্জে পাশ করা গিয়েছে, এবার আগামী রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারালেই সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত রোহিত শর্মাদের।

সুপার ১২ পর্বে ১২টি দেশকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। এবার ৬ দলীয় গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। তার মানে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে আর বাকি চারটি দল বিদায় নেবে। ভারত প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে ওঠার কাজটা অনেক সহজ হয়েছে। 

গ্রুপে ভারতের বাকি চারটি ম্যাচ হল নেদারল্যান্ডস (২৭ অক্টোবর), দক্ষিণ আফ্রিকা (৩০ অক্টোবর), বাংলাদেশ (২ নভেম্বর), জিম্বাবোয়ে (৬ নভেম্বর)।  সেমিফাইনালে উঠতে হলে পাঁচটা ম্যাচের মধ্যে চারটেতে জিততে হবে। দক্ষিণ  নেদারল্যান্ডস ও জিম্বাবোয়ে প্রাথমিক রাউন্ড থেকে উঠে এসেছে। ফলে 

RELATED ARTICLES

Most Popular