রবিবার জলপাইগুড়িতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিন একটি কালো রঙের গাড়িতে দেড় কিলোমিটার রোড শো রাহুল গান্ধীর। সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও কর্মী সমর্থকেরা। পিডব্লুডি মোড় থেকে শুরু হয় রাহুলের রোড শো। রোড শো-তে দুই পাশের মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা যায় রাহুকে। জলপাইগুড়ি শহরের প্রাণ কেন্দ্র কদমতলা চকের আশেপাশের মানুষের সঙ্গেও হাত মেলালেন তিনি। অনেকে তাঁর দিকে উপহারও বাড়িয়ে দেন। একটি বাচ্চা ছেলেকে পাশে বসিয়ে নিয়েছেন রাহুল। ঢাক-ঢোল ও জয়ধ্বনির মাধ্যমে রাহুল গান্ধীকে স্বাগত জানান জলপাইগুড়ির মানুষ।
আরও পড়ুন: রাহুলের ফের যাত্রা শুরু আজ, নীতীশকে গিরগিটি বলল কংগ্রেস
অন্যদিকে পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এনডিএ-তে ফিরে যাওয়ার ঘটনায় তাঁর কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, কোনও মন্তব্য করেননি তিনি। আপাতত রাজ্যের ৪২টি আসন নিয়েই বেশি নজর দিতে চান মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই তিনি পাঁচদিনের সফরে মোট আটটি জেলায় কর্মসূচি করবেন। কোচবিহারে পৌঁছে সেখানেই তিনি রাত্রিবাস করবেন। সোমবার যোগ দেবেন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। তারপর কোচবিহার থেকে যাবেন উত্তরকন্যায়। এই দফায় উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি মুর্শিদাবাদ এবং নদিয়াতেও প্রশাসনিক কর্মসূচিতে যাওয়ার কথা আছে মমতার। বেশ কিছু প্রকল্প উদ্বোধন এবং জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন বলেও সূত্রের খবর। সরকারি প্রকল্প উত্তরবঙ্গের মানুষজন সবাই পেয়েছে কিনা সেটাও সরেজমিনে খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতাদের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন।
আরও অন্য খবর দেখুন