Monday, July 1, 2024

Homeদেশপ্রবল বৃষ্টিতে সিমলার রামপুরায় ধস, বন্ধ গাড়ি চলাচল

প্রবল বৃষ্টিতে সিমলার রামপুরায় ধস, বন্ধ গাড়ি চলাচল

Follow Us :

রামপুরা : সোমবার সকাল ৯টা নাগাদ সিমলার রামপুরা জেলার জুহিতে ধস নামে। যার জেরে বন্ধ হয়ে যায় হিন্দুস্তান ট্রিবেটিয়ান রোড। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুন : শিয়ালদহ-বনগাঁ লাইনে ধস, বন্ধ রেল চলাচল

রামপুরা জেলার জুহিতে অবস্থিত হিন্দুস্তান টিবেটিয়ান রোড থেকে চীনের সীমান্ত পর্যন্ত বিস্তৃত একটি রাস্তায় এই ধস নামে। যার ফলে সেখানে আটকে পড়েছে অসংখ্য গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। তারা উদ্ধার কাজ শুরু করে। কল্পা ও সাঙলা ঘুরতে যাওয়ার জন্য হিন্দুস্তান টিবেটিয়ান রোড ব্যবহৃত হয়। স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে হিমাচল জুড়ে। যার ফলে ওই রাস্তার যখন তখন ধস নামার আশঙ্কা ছিল। যে কারণে দু’দিন আগে থাকতে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করে দেয় প্রশাসন। ওই এলাকায় প্রশাসনের তরফে পুলিশ মোতায়েন করা হয়। যার ফলে ধস নামার সঙ্গে সঙ্গেই তারা উদ্ধার কাজে হাত লাগান। এই ধসের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুন : ধসে আচমকা পাহাড়ের খাদে ভেঙে পড়ল হোটেল

বেশ কয়েকদিন ধরেই এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। মাসখানেক আগে এই রাস্তায় একটি মিনিবাস দুর্ঘটনার কবলে পড়ে। তারপর থেকেই প্রশাসন সতর্ক হয়ে যায়। প্রশাসন সূত্রে খবর, এই রাস্তা পরিষ্কার হতে অন্ততপক্ষে দু’দিন সময় লাগবে। দ্রুত রাস্তা পরিষ্কার করার জন্য নামানো হয়েছে সেনা।

RELATED ARTICLES

Most Popular