কলকাতা: সংসদের শীতকালীন অধিবেশনে (Winter Session) ‘এক দেশ এক নির্বাচন’ বিল আনতে পারে কেন্দ্রীয় সরকার (Union Government)। এ নিয়ে কেন্দ্রের শাসকদল বিজেপির (BJP) নেতারা প্রচার চালিয়ে যাচ্ছেন। এবার অভিনব ভাষণের মাধ্যমে এক দেশ এক নির্বাচন-এর পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)।
চৌহান বলেন, “আমি কৃষিমন্ত্রী, কিন্তু নির্বাচন এলেই আমাকে তিন মাসের জন্য রাজনৈতিক প্রচারে যেতে হবে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, সাংসদ, বিধায়কদের, আধিকারিক, কর্মীদের এই কাজ করতে গিয়ে সময় নষ্ট হয়। এতে উন্নয়নের কাজ থমকে যায়।”
আরও পড়ুন: করোনা টিকার কারণেই কি বাড়ছে হৃদরোগে মৃত্যু? যা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা
বিজেপি নেতা আরও বলেন, এতবার নির্বাচন করাতে গিয়ে নির্বাচন কমিশনের অনেক পয়সা খরচ হয়ে যায়। রাজনৈতিক দলগুলিরও অর্থ খরচ হয়। এই অর্থ সাধারণ মানুষের। অর্থ অইপচয়, সময় অপচয় দূর করতে সংবিধানে সংশোধন করে পাঁচ বছরে একবার সমস্ত বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসঙ্গে করা উচিত।
প্রসঙ্গত, এখনও মন্ত্রিসভায় অনুমোদিত না হলেও খুব শীঘ্রই সংসদে আনা হতে পারে এই বিল। এও জানা গিয়েছে, একবার সংসদে উত্থাপিত হলে দুই কক্ষের যুগ্ম কমিটিতে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তাব করা হবে। সমস্ত রাজ্যের বিধানসভার স্পিকারদের সঙ্গেও এক দেশ, এক নির্বাচন নিয়ে আলোচনা করতে চায় কেন্দ্র।
সেপ্টেম্বরে খবর ছিল, তিনটি বিল আনতে চলেছে কেন্দ্র। তাঁর মধ্যে দুটি সংবিধান সংশোধনী বিল। এই তিন বিলের সাহায্যেই একই সময় লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভা, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন করতে উদ্যোগী বিজেপি সরকার।
দেখুন অন্য খবর: