skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeদেশদেশে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ, তালিকায় প্রথমেই রয়েছে কেরল

দেশে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ, তালিকায় প্রথমেই রয়েছে কেরল

Follow Us :

নয়াদিল্লি : গত ২৪ ঘন্টায় দেশে ফের বাড়ল করোনা সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ৩৫ হাজার ৬৬২ জন মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন গত এক দিনে। বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮১ জনের। ফলে এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ ১৭ হাজার ৩৯০ এবং মৃতের সংখ্যা হয়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ৫২৯।

আরও পড়ুন : আগামী ৬ মাসে ভারতে অনেকটাই দুর্বল হয়ে যাবে করোনা, বলছেন বিশেষজ্ঞরা

দেশে করোনা সংক্রমণের নিরিখে এখনও এগিয়ে আছে কেরল। গত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ৬৬২ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, তার মধ্যে শুধু কেরলে আক্রান্তের সংখ্যা ২৩, ২৬০। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দনিক ২০ থেকে ৩০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন কেরলে। কেরলের পরেই আছে মহারাষ্ট্র। সেখানে গত এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩, ৫৮৬ জন এবং ৬৭ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে মহারাষ্ট্রে ৪৮ হাজার ৪৫১টি অ্যাক্টিভ কেস আছে।

আরও পড়ুন : উদ্বেগ বাড়িয়ে চিনের মাটিতে ফের বাড়ছে করোনা

দিল্লি,উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার, ঝাড়খন্ড, চন্ডীগড়, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পঞ্জাব, রাজস্থান এবং উত্তরাখণ্ড প্রভৃতি রাজ্যগুলি কোভিড মোকাবিলায় ভালো কাজ করেছে। যার ফলে এ রাজ্যগুলিতে অ্যাক্টিভ গ্যাসের সংখ্যা ৫০০’র কম। সেই সঙ্গে মৃতের সংখ্যা অনেকটাই কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুন : পুরীর মন্দিরে গিয়েছেন, আপনার পাশের ভক্ত সত্যিই করোনা নেগেটিভ তো?

পর্যাপ্ত পরিমানে টিকাকরণ হলে করোনাকে নিয়ন্ত্রণ করা যাবে বলে জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই মত দেশের বিভিন্ন প্রান্তে চলছে টিকাকরণ পক্রিয়া। এখনও পর্যন্ত দেশে ৭৯.৪২% টিকাকরণ সম্পন্ন হলেও বেশ কিছু রাজ্যে টিকাকরণ এখনও বাকি আছে। গত শুক্রবার টিকাকরণে নতুন রেকর্ড গড়েছে দেশ। প্রায় ২.৫০ কোটি মানুষের টিকাকরণ হয়েছে শুক্রবার।

RELATED ARTICLES

Most Popular