skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsযোগীর বিরুদ্ধে শক্তি বৃদ্ধিতে অখিলেশকে জোট আহ্বান আসাদউদ্দিন ওয়াইসির

যোগীর বিরুদ্ধে শক্তি বৃদ্ধিতে অখিলেশকে জোট আহ্বান আসাদউদ্দিন ওয়াইসির

Follow Us :

লখনউ: বছর ঘুরতেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। যা নিয়ে উত্তর প্রদেশ তো বটেই গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বও উচ্চ পর্যায়ের বৈঠক শুরু করেছে। বেশ কয়েকবার যোগী আদিত্যনাথ সহ উত্তর প্রদেশ নেতৃত্ব দিল্লিতে গিয়ে অমিত শাহ, নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন। এদিকে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি কিংবা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলও এই নির্বাচনকে পাখির চোখ করে কৌশল ঠিক করতে ব্যস্ত। এরকম পরিস্থিতিতে মঙ্গলবার অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন (মিম)- র প্রধান বিজেপি বিরোধী ঐক্য সঙ্গে হাত মেলানোর বার্তা দিলেন। তিনি বলেন, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে আমরা জোট গড়তে প্রস্তুত। কিন্তু আমাদের যে দাবি দেওয়া আছে সেগুলো সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে মেনে নিতে হবে।

আসাদউদ্দিন ওয়েসি দাবি করেছেন, উত্তরপ্রদেশের ৪০৩ টি আসনের মধ্যে মিমকে ১০০টি আসনে প্রার্থী দেওয়ার সুযোগ করে দিতে হবে। এদিকে, অন্যতম বিরোধীদল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেছেন ২০২২ বিধানসভা নির্বাচনে তার দল চারশোর বেশি আসন পাবে। এরকম পরিস্থিতিতে আদৌ ১০০ টি আসন মিমকে ছাড়বেন কি অখিলেশ? যদিও রাজনৈতিক মহলের মতে, মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসির বার্তা বা দাবি উত্তরপ্রদেশের অন্যতম বিরোধী দল সমাজবাদী পার্টি মেনে নিলে বিজেপি বিরোধী শক্তি অনেকটাই শক্ত হবে। সমাজবাদী পার্টির একার পক্ষে ৪০০ আসন পাওয়া কোন মতেই সম্ভব নয়।

আরও পড়ুন-বাংলার মানুষ বিজেপিকে তাড়াতে পারলে উত্তরপ্রদেশ কেন পারবে না, প্রশ্ন অখিলেশের

২০১৭ সালে বিশাল জয় নিয়ে উত্তরপ্রদেশে সরকার তৈরি করে বিজেপি। কিন্তু, বাইশের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জিততে ৪০০টি আসনে জয়ের ডাক দিয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব৷ কিন্তু বিধানসভার ৪০৩টির মধ্যে ৪০০টি আসনে একটি রাজনৈতিক দলের জয়ের কল্পনা করা কি বাড়াবাড়ি নয়? যার কোনও উত্তর সপা শিবির থেকে মেলেনি৷ তবে অখিলেশ আশাবাদী এবার উত্তরপ্রদেশে বিজেপির হার নিশ্চিত৷ তাঁর কথায়, বিজেপিকে নিয়ে সবার মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে৷ বাংলার মানুষ বিজেপিকে তাড়াতে পারলে উত্তরপ্রদেশ কেন পারবে না?

আরও পড়ুন- যোগীর নিন্দা করায় উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে মামলা ঠুকল পুলিশ

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, সরকার মানুষের সাংবিধানিক অধিকার ছিনিয়ে নিচ্ছে৷ বিজেপি বলে তারা দেশকে ভালোবাসে৷ কিন্তু তারাই দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে৷ রসিকতা করে বলেন, ‘আপনাদের টাকা থাকলে ট্রেন, বিমান, এয়ারপোর্ট, বন্দর কিনে নিন৷’ তাঁর আরও সংযোজন, ‘মুজফফরনগরে কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন৷ শিক্ষক, শিল্পী সমাজের মানুষ, যুবকরাও ক্ষেপে আছেন৷ ভোটের ডিউটিতে কয়েকজন শিক্ষকের মৃত্যু হয়েছে৷ ওদের সাহায্যে সরকার এগিয়ে আসেনি৷ সরকার বলছে তিন জন শিক্ষকের মৃত্যু হয়েছে৷ কিন্তু শিক্ষকদের সংগঠন বলছে, কোভিডের সময় ভোটের ডিউটিতে ১৬০০ শিক্ষক মারা গিয়েছেন৷ কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার থাকা সত্ত্বেও কাউকে কোনও সাহায্য করা হয়নি৷’

RELATED ARTICLES

Most Popular