রাশিফল: হিন্দুধর্মে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। আজ ১ সেপ্টেম্বর ২০২৪ রবিবার, বৈদিক পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। জ্যোতিষ গণনা অনুসারে আজ থাকবে পরিঘা যোগ ও শিব যোগ। আজই পালিত হবে মাসিক শিবরাত্রি। আজ দিনভর থাকবে অশ্লেষা নক্ষত্রের প্রভাবও। যার প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে একাধিক রাশির জাতকের জন্য-
মেষ রাশি: আজ ইংরেজি নতুন মাসের প্রথম দিনটি উন্নতিতে ভরা হবে মেষ রাশির জাতকদের জন্য। সংসারের উপর থেকে অশান্তির কালো মেঘ কেটে যাওয়ায় আজ স্বস্তির নিশ্বাস ফেলবেন এই রাশির জাতকরা। আর্থিক ভাবেও উন্নতি করতে পারবেন।
কর্কট রাশি: শিব যোগের প্রভাবে আজকের দিনটি সুখকর হবে কর্কট রাশির জাতকদের জন্য। পরিবারের সঙ্গে তীর্থে যাওয়ার যোগ আছে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। পেশাগত জীবনেও প্রভূত উন্নতির যোগ আছে।
কন্যা রাশি: কন্যা রাশির জাতকরা আজ আর্থিক ভাবে বড় উন্নতি করতে চলেছেন। শিব যোগের শুভ প্রভাবে আপনার ব্যক্তিত্বেরও উন্নতি ঘটবে এবং অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হবেন। কোনও আইনি ঝামেলা থাকলে আজ তা মিটে যেতে পারে। প্রেম জীবন আরও মধুর হবে। সঙ্গীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়া বাড়বে।
বৃশ্চিক রাশি: মাসিক শিবরাত্রিতে মহাদেবের কৃপায় ভালো দিন কাটাতে পারবেন বৃশ্চিক রাশির জাতকরা। জীবনের যা কিছু সমস্যা, আজ সেইসব থেকে মুক্তি পেতে চলেছেন। নিজের কেরিয়ারেও উল্লেখযোগ্য পরিবর্তন হবে। আর্থিক বিষয়েও আজ লাভবান হওয়ার যোগ আছে।
মকর রাশি: জ্যোতিষ গণনা অনুসারে আজ সূর্য দেবতার আশীর্বাদ থাকবে মকর রাশির জাতকদের উপর। শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হবে। বিভিন্ন সূত্র থেকে টাকা রোজগারেরও সুযোগ পাবেন এই রাশির জাতকরা। জীবনে বিশেষ কোনও সুখবর আসতে পারে।
আরও খবর দেখুন