রাশিফল: হিন্দুধর্মে বুধবার হল সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিন। আজ ১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার, বৈদিক পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজকের দিনটি রাধাষ্টমী অর্থাৎ শ্রীরাধার জন্মদিন হিসেবে পালিত হয়ে থাকে। এছাড়া আজ পালিত হবে মাসিক দুর্গাষ্টমীও।
জ্যোতিষ গণনা অনুসারে আজ আয়ুষ্মান যোগ, রবি যোগ ও প্রীতি যোগের পাশাপাশি থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র ও মূলা নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৫ রাশির জাতকের জন্য-
বৃষ রাশি: আজ মাসিক দুর্গাষ্টমীতে লাভবান হতে চলেছেন বৃষ রাশির জাতকরা। কেরিয়ারে দারুণ কোনও উন্নতি হবে। আগের করা বিনিয়োগ থেকে বড় লাভের যোগ আছে। আয়ুষ্মান যোগের প্রভাবে আর্থিক পরিস্থিতিও বেশ ভালো থাকবে।
কর্কট রাশি: প্রীতি যোগের শুভ প্রভাব আজ সমাজে সম্মান ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতকদের।নতুন চাকরি পাওয়ার যোগ আছে। রাধারানির আশীর্বাদে ব্যবসাতেও উন্নতি করতে পারবেন এই রাশির জাতকরা। রবি যোগের প্রভাবে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে।
বৃশ্চিক রাশি: আয়ুষ্মান যোগের প্রভাবে আজ সৌভাগ্য লাভ করবেন বৃশ্চিক রাশির জাতকরা। সিদ্ধিদাতার আশীর্বাদে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভ বাড়বে।
ধনু রাশি: রবি যোগের শুভ প্রভাবে আজকের দিনটি দুর্দান্ত দিন হতে চলেছে ধনু রাশির জাতকদের। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। শ্রীরাধার আশীর্বাদে আজ আপনি এমন কোনও কাজ করতে পারেন, যার জন্য আপনার সংসারে আনন্দের পরিবেশ থাকবে।
মীন রাশি: জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবে মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি বেশ শুভ হবে। সিদ্ধিদাতার আশীর্বাদে আজ আপনি কোনও শুভ খবর পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে।
আরও খবর দেখুন