ওয়েব ডেস্ক: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় গ্রহ গুলি একটি নির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করে
নির্দিষ্ট কোনও রাশিতে। আর তাই ১২ রাশির উপরেই এর শুভ এবং অশুভ প্রভাব পড়ে। বিশেষ করে যখন গ্রহের সংমিশ্রণ হয়, তখন কেবল এই দেশে কিংবা বিশ্বে নয় ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়ে রাশিগুলিতেও। ১৮ বছর পর শুক্র এবং রাহুর সংযোগে ভাগ্য বদলাতে চলেছে এই তিন রাশির (Today’s Horoscope)।
১) মিথুন রাশি
প্রথমেই আসা যাক মিথুন রাশির কথা। রাহু ও শুক্রের মিলনে মিথুন রাশির জাতকদের জন্য শুভ প্রভাব পড়বে। আপনি আপনার কর্মক্ষেত্রে উন্নতি করবেন। আপনারা পদোন্নতির সুযোগ পাবেন। আপনাদের ব্যবসা, চাকরিতে ইতিবাচক ফলাফল পড়বে। আপনার কর্মজীবনে সাফল্য আসবে। আপনার আর্থিক অবস্থার উন্নতির জন্য সম্ভাবনা আছে সম্পদ বৃদ্ধির।
আরও পড়ূন: যাত্রীদের জন্য খারাপ খবর, ৮ দিন বন্ধ থাকবে মেট্রো
২) কর্কট রাশি
রাহু এবং শুক্রের সংযোগে ভাল সময় আসবে কর্কট রাশির জাতকদের। এই সময়ে, আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে। আপনার সমস্ত লক্ষ্য অর্জন করা হবে। যারা চাকরিজীবী তাঁরা নতুন উচ্চতা স্পর্শ করবেন। আপনি মনের সুখ আগের থেকে বেশি পাবেন। আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শীঘ্রই শেষ হবে।
৩) মীন রাশি
শুক্র ও রাহুর সংমিশ্রণ শুভ প্রভাব দেবে মীন রাশির জাতকদের। আপনার ভাগ্য বদলে দিতে পারে এই দুই গ্রহের মিলন। জীবনে সাফল্য অর্জন করবেন, আপনি পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটাবেন। ব্যবসার কারণে বিদেশ ভ্রমণ সম্ভাবনা রয়েছে। সমাজে বৃদ্ধি পাবে আপনার সুনাম। এই সময়ে আপনি পুরানো বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
বিধিবদ্ধ সতর্কীকরণ: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
দেখুন আরও খবর: