skip to content
Friday, September 13, 2024

skip to content
HomeScrollবাইক দুর্ঘটনা কমাতে সস্তায় হেলমেট দেওয়ার আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর
Nitin Gadkari

বাইক দুর্ঘটনা কমাতে সস্তায় হেলমেট দেওয়ার আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর

Follow Us :

কলকাতা: ভারতে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে সড়ক দুর্ঘটনা। দেশে প্রতি ঘণ্টায় ৫৩টি সড়ক দুর্ঘটনা এবং ১৯ জনের মৃত্যু হয়। বুধবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি (Nitin Gadkari) জানিয়েছেন, দেশের হওয়া দুর্ঘটনার মধ্যে ৪৫ শতাংশই হয় বাইকে অর্থাৎ দু-চাকার গাড়িতে। এই কারণে গড়করি টু-হুইলার কোম্পানিগুলোকে ক্রেতাদের সস্তায় হেলমেট দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তাঁর বার্তা, দেশে গাড়ি দুর্ঘটনার পরিসংখ্যান উদ্বেগজনক। ফলে নির্মাতা সংস্থাগুলিকে সুরক্ষা ব্যবস্থায় জোর দিতে হবে।

সন্ত্রাস ও নকশালবাদের কারণে ভারতে যত না মানুষ মারা যান, তার চেয়েও বেশি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দেশের প্রতিদিন ঘটে চলা সড়ক দুর্ঘটনা নিয়ে গড়করি বলেন, উদ্বেগজনক যে ৪৫% দুর্ঘটনা দু-চাকার গাড়িতে হয়। সঠিক হেলমেট ব্যবহারের মাধ্যমে দুর্ঘটনায় মৃত্যু রোধ করা সম্ভব। তিনি আরও বলেন, অল্প বয়স থেকেই সড়ক নিরাপত্তা নিয়ে আমাদের স্কুল থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে সচেতনতামূলক প্রচারকে অগ্রাধিকার দিতে হবে। টু-হুইলার নির্মাতাদের কাছে মন্ত্রীর অনুরোধ, টু-হুইলারের (Two Wheelers) সঙ্গে হেলমেট নিতেও গ্রাহককে উৎসাহিত করতে হবে। জীবন বাঁচাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরও পড়ুন: আর্থিক সঙ্কটে হিমাচল, রাষ্ট্রপতি শাসন দাবি বিজেপির

মন্ত্রী সংযোজন, প্রতি বছর দেশে ৫ লক্ষ পথ দুর্ঘটনা ঘটে, এতে প্রায় দেড় লক্ষ মানুষ মারা যান এবং তিন লক্ষ মানুষ আহত হন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দেশের অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি-র ৩ শতাংশ বলেও জানান তিনি। এছাড়া তিনি বলেন, বিশেষ করে সড়কে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সড়ক অডিট করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানি কমানোর জন্য সারা দেশের সড়ক নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। অটল প্রতিশ্রুতির কথা তুলে ধরে গডকরি বলেন, আমাদের প্রচেষ্টা অবশ্যই সড়ক কাঠামোর উন্নতি। আমাদের অবশ্যই মানুষের আচরণ পরিবর্তনের দিকে মনোনিবেশ করতে হবে। দু-চাকার চালকদের রাস্তায় গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করা আবশ্যিক।

তিনি বলেন, সড়ক নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। সরকার, শিল্প এবং নাগরিকদের সমানভাবে এই সমস্যাটি মোকাবিলা করতে হবে। সাধারণ মানুষকে আইনের ওপর বিশ্বাস রাখতে হবে। ধীরে ধীরে আমরা দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমাতে পারব। এবং রাস্তা সবার জন্য নিরাপদ করে তুলতে হবে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bhatpara | ব্যাগ ভর্তি বোমা, ভাটপাড়ায় ভয়াবহ ঘটনা
40:31
Video thumbnail
Junior Doctors | কতজন জুনিয়র ডাক্তার কাজে যোগ দিলেন? জানতে চাইল রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা
07:36:16
Video thumbnail
Sitaram Yechury | ২৫ দিনের যুদ্ধ শেষ, প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
07:25:15
Video thumbnail
Mamata Banerjee | ২ ঘন্টা ১০ মিনিট অপেক্ষা, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী, দেখুন নবান্ন থেকে সরাসরি
05:03:56
Video thumbnail
Mamata Banerjee | লাইভ স্ট্রিমিং কেন নয়? ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী
04:55:00
Video thumbnail
Politics | পলিটিক্স (12 September, 2024)
09:37
Video thumbnail
চতুর্থ স্তম্ভ (Fourth Pillar) । উৎসব কাদের? উৎসব কী? উৎসবে নেই কারা?
10:56
Video thumbnail
Weather Update | ফের নিম্নচাপ জারি হলুদ সতর্কতা, প্রবল বৃষ্টি কোন কোন জেলায়?
11:02:46
Video thumbnail
আজকে (Aajke) | কলকাতার সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আছেন কেন?
11:28
Video thumbnail
Nabanna | Doctor Protest | নবান্নে মুখ্যমন্ত্রী - জুনিয়র ডাক্তার বৈঠক শুরু হল না, দেখুন সরাসরি
04:05:00