নয়াদিল্লি: প্রতিরক্ষা (Defense sector) খাতে ফের মাইলফলক ভারতের। দেশের নৌবাহিনীতে (Indian Navy) জুড়তে চলেছে আইএনএস ভ্যাগশির (INS Vagsheer)। আগামীর বছর অর্থাৎ ২০২৫-এর জানুয়ারিতে নৌ বাহিনীতে সংযোজন হবে এই ডুবো জাহাজের। গভীর সমুদ্রের শিকারি স্যান্ড ফিশের নামে এর নামকরণ করা হয়েছে।
আইএনএস ভ্যাগশির হল ভারতীয় নৌবাহিনীর ছয়টি কালভারী শ্রেণির সাবমেরিনের ষষ্ঠ সাবমেরিন। এটি উচ্চ আধুনিক প্রযুক্তি সহ ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন। এটি ডিজাইন করেছে ফরাসি নৌ প্রতিরক্ষা ও শক্তি নেভাল গ্রুপ। মুম্বই ও মহারাষ্ট্রের একটি ভারতীয় শিপইয়ার্ড মাজাগন ডক লিমিটেড দ্বারা নির্মিত।
আরও পড়ুন: আরজি কর মামলা থেকে সরে গেলেন নির্যাতিতার আইনজীবী!
ভ্যাগশির প্রকল্প 75 এর অধীনে Scorpene শ্রেণীর ষষ্ঠ এবং শেষ সাবমেরিন। Scorpene শ্রেণীর সাবমেরিন হল একটি ডিজেল বৈদ্যুতিক আক্রমণকারী সাবমেরিন। আকারে ২২১ ফুট লম্বা এবং উচ্চতা ৪০ ফুট। জলের নিচে এর গতি ঘণ্টায় ৩৫ কিলোমিটারের বেশি, জলের পৃষ্ঠে এর গতি ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার। চীন ও পাকিস্থানের চোখ রাঙানিকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত এই ডুবোজাহাজ।
সম্প্রতি ভারতীয় নৌবাহিনীতে আইএনএস তুশিল যোগ করার পর, ভারতের গভীর সমুদ্র নৌশক্তিকে বৃদ্ধি করতে এটি শত্রুপক্ষকে মোকাবিলা করবে এই আইএনএস ভ্যাগশির।
দেখুন অন্য খবর: