কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পর এবার ভোটার লিস্ট যাচাইয়ে সাংগঠনিক বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার ভার্চুয়াল বৈঠকে দলের সমস্ত জনপ্রতিনিধি ও পদ অধিকারীদের সঙ্গে অনলাইনে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মূলত, ভোটার তালিকা সংশোধনের বার্তার পাশাপাশি সংগঠনের বর্তমান পরিস্থিতি এবং একদম ব্লক স্তর থেকে সংগঠনের কী? পরিস্থিতি বুঝে নিয়ে সাংগঠনিক দিশা দেখাতে পারেন তৃণমূল নেতা।
আরও পড়ুন: কলকাতা টিভির খবরে সিলমোহর,বিজেপির নতুন জেলা সভাপতি কারা?
ইতিমধ্যেই, ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রিশ জনের কমিটিকে যে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কাজে নতুন কিছু সংযোজন করেন কিনা সেদিকে নজর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের। দলনেত্রী বলার পর ও নতুন কী কৌশল বাতলায় সেই ভার্চুয়াল বৈঠকের দিকে তাকিয়ে দলের এক বড় অংশ।
দেখুন আরও খবর: