জাহাঙ্গীর হোসেন, ভাঙ্গড়: ভাঙ্গড়ে(Bhangar) আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ। ঘর পাইয়ে দেওয়ার নাম করে কুড়ি হাজার টাকার দাবি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ নওশাদ সিদ্দিকীর(Naushad Siddiqui)
। তৃণমূল নেতা আহসান মোল্লা,সাবিরুল ইসলামের দাবি নওশাদ বাজার গরম করতে এসে এই ধরনের অভিযোগ আনছে, ও প্রমাণ দেখাক।
উল্লেখ্য, ভাঙ্গড়ে আবাস যোজনার ঘর নিয়ে চরম দুর্নীতি হচ্ছে এবং ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাইছে তৃণমূল, এই ধরনের অভিযোগ তুলে সরব ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
আরও পড়ুন:খাস কলকাতায় মহিলা চিকিৎসককে হেনস্থা অ্যাপক্যাব চালকের
এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গরের ফুলবাড়ী এলাকায় জনসংযোগ কর্মসূচি করতে এলেন ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর সেই জনসংযোগ কর্মসূচি থেকে বিস্ফোরক অভিযোগ করেন নওশাদ। তাঁর অভিযোগ, ভাঙ্গরের ফুলবাড়ি এলাকায় আবাস যোজনার ঘরে দুর্নীতি হয়েছে এবং ঘর পাইয়ে দেওয়ার নাম করে কুড়ি হাজার টাকা চাইছে তৃণমূল। এবং যাদের পাকা বাড়ি আছে তারা পাচ্ছে আবাস যোজনার ঘর। আর ঘর পায় না গরিব মানুষ।
অন্যদিকে নওশাদ সিদ্দিকীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল নেতা আহসান মোল্লা। নওশাদ সিদ্দিকী ফুলবাড়ী এলাকা থেকে চলে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ওই এলাকায় কর্মীদের নিয়ে একটি ধিক্কার মিছিল করেন ছাত্রনেতা সাবিরুল ইসলাম।
অন্য খবর দেখুন: