কলকাতা: ১৪ দিনের জেল হেফাজত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun Arrested)। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ৪ ডিসেম্বর স্ক্রিনিং ছিল ‘পুষ্পা ২’-এর। সেখানে ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন। প্রিমিয়ারে সন্ধ্যায় অল্লু অর্জুনকে (Allu Arjun) দেখতে তুমুল ভিড় জমে যায় এবং হুড়োহুড়িতে দমবন্ধ হয়ে মৃত্যু হয় এক মহিলার। সেই ঘটনাতেই গ্রেফতার হন দক্ষিণী সুপারস্টার আল্লুকে। অল্লুকে গ্রেফতার করে নিম্ন আদালতে হাজির করিয়েছিল পুলিশ। সেখান থেকে অভিনেতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এর পরই তেলঙ্গানা হাইকোর্টে দ্বারস্থ হন অভিনেতা।
অভিনেতা গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে তেলঙ্গানা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। পুলিশের বিরুদ্ধে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার অভিযোগ জানিয়েছেন আদালতে। যদিও পুলিশের তরফে বলা হয়েছে, অভিনেতার সমস্ত অনুরোধকে তারা সম্মান করেছে। পাল্টা তিনি আদালতে জানান, পুলিশ তাঁকে গ্রেফতার করতে তাঁর বেড রুমে চলে যায়। তাকে পোশাক পরিবর্তন করার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। পোশাক পরিবর্তন করতে চেয়ে ছিলাম। বলেছিলাম আমার সঙ্গে এক জনকে পাঠাতেও। আল্লু আরও জানায়, পুলিশ গ্রেফতার করেছে সেটা ভুল নয়, কিন্তু ব্যাক্তি জায়গায় অর্থাৎ বেড রুমে ঢুকে পড়া ঠিক নয়।
আরও পড়ুন: হায়দরাবাদের মৃত্যুর ঘটনায় গ্রেফতার অল্লু অর্জুন!
বক্স অফিস কালেকশন ১০০০ কোটি টাকা। মুক্তির আগেই সব রেকর্ড ভেঙে দেওয়ার মুখে ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। এর মধ্যেই ঘটল অঘটন। শুক্রবার সকালে স্যোশাল মিডিয়া দেখা গিয়েছে, অভিনেতার বাড়িতে পুলিশ। তাদের মাঝে দাঁড়িয়ে একে ‘পুষ্পারাজ’ স্টাইলে হাতে কফি কাপ নিয়ে তাতে চুমুক দিচ্ছে আল্লু অর্জুন। পরনে সাদা টি-শার্ট আর প্যান্টে। টি-শার্টে লেখা রয়েছে পুষ্পারাজের সংলাপ, ‘ফ্লাওয়ার নেহি, ফায়ার হ্যায় মেঁয়’। স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদেরও তাঁর সঙ্গে দেখা গিয়েছিল। বাড়ির থেকে বের হওয়ার আগে স্ত্রীর গালে চুমু দিতে দেখা গেল অভিনেতাকে।
অন্য খবর দেখুন