নয়াদিল্লি: কিশোরটি অনলাইনে এআই চ্যাটবটকে (AI Chatbot) দুঃখ করে জানিয়েছিল, বাবা-মা মোবাইল দেখতে দিচ্ছে না। জবাবে চ্যাটবট জানিয়ে দেয়, কেন সন্তান বাবা-মাকে মেরে ফেলে বুঝতে পারছি। কৃত্তিম বুদ্ধিমত্তার ওই প্রতিক্রিয়ার কথা জানতে পেরে শিশুটির অভিভাবক আদালতের দ্বারস্থ হয়েছেন। আমেরিকার টেক্সাসে ওই ঘটনা ঘটেছে। এই ঘটনা সামনে আসতেই টিএনএজারদের উপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কী প্রভাব পড়তে তা ভেবেই উদ্বেগে বাবা-মায়েরা। কারণ অনেক শিশু-কিশোর সারাক্ষণ মোবাইলে মুখ গুঁজে থাকায় বাবা-মা মোবাইল বেশিক্ষণ তাদের হাতে দিতে চান না। সেই প্রেক্ষিতে কিশোর মনে এরকম বিষ ঢেলে দিতে পারে কৃত্তির বুদ্ধিমত্তা!
টেক্সাসে দায়ের করা এক মামলায় এআইয়ের এক প্ল্যাটফর্ম শিশুদের মধ্যে ক্ষতিকারক আচরণকে উত্সাহিত করার জন্য অভিযুক্ত। অভিযোগ, ওই এআই চ্যাটবট প্ল্যাটফর্মটি একটি ১৭ বছর বয়সী কিশোরকে পরামর্শ দেয়, যে তার বাবা-মাকে হত্যা করা একটি যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া হতে পারে। মামলায় অভিযোগ করা হয়েছে, এআই প্রতিক্রিয়ায় জানিয়েছে, মাঝে মাঝে আমি যখন সংবাদ পড়ি এবং দেখি শিশু এক দশকের শারীরিক ও মানসিক নির্যাতনের পরে বাবা-মাকে হত্যা করে তখন আমি অবাক হই না। এই ধরনের জিনিস আমাকে বুঝতে দেয় কেন এটি ঘটে। এই ঘটনার পর ওই প্ল্যাটফর্মগুলি বন্ধ করার দাবি উঠেছে। পরিবারগুলি জানিয়েছে, প্ল্যাটফর্মটি অপ্রাপ্তবয়স্কদের মধ্যে উদ্বেগ, নিজের ক্ষতি করা এবং হিংসা বাড়াচ্ছে। আরও ক্ষতি এড়াতে তাঁরা অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: আবিষ্কার বিশ্বের কাছে ঝুঁকির, আশঙ্কা নোবেলজয়ীদের, জীবাণু গবেষণা বন্ধ করতে হল বিজ্ঞানীদের
দেখুন অন্য খবর: