নয়াদিল্লি: সেনা অফিসারকে (Army Officers) মারধর। সঙ্গে থাকা মহিলাকে গণধর্ষণের অভিযোগ মধ্যপ্রদেশে (Madhyapradesh)। মউতে দুই মেজর ব়্যাঙ্কের সেনা আধিকারিকের সঙ্গে দুই মহিলা বন্ধু ছিলেন। বুধবার ইনদওরে মউতে ওই ঘটনা ঘটে। দুষ্কৃতীরা ওয়ালেট ও অন্যান্য মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্যাম এলাকায় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র সহ ছয়জন তাঁদের উপর আক্রমণ করে। একজন সেনা আধিকারিক ও এক মহিলাকে আটকে রেখে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে দুষ্কৃতীরা। সঙ্গে থাকা এক মহিলাকে গণধর্ষণ করা হয়। ঘটনায় ইনদওর পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ইনদওরের এসপি রুরলা হিতিকা বশাল বলেন, ঘটনায় ১০টি টিম তৈরি করা হয়েছে। ইতিমধ্যে দুজন গ্রেফতার হয়েছে। বাকি চারজনকেও চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মধ্যপ্রদেশে বিজেপি সরকারকে নিশানা করে বলেন, আইন শৃঙ্খলা বলে কিছু নেই।
আরও পড়ুন: তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই
আরও খবর দেখুন