দিল্লি: আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ সামনে আনলেন তিনি। একইসঙ্গে তিনি দিল্লির ভোটার তালিকা সংশোধন করার আর্জি জানালেন নির্বাচন কমিশনের কাছে। শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করে কেজরিওয়াল দাবি করেন, “শাহদারা, জনকপুরি, লক্ষ্মীনগর এবং অন্যান্য কয়েকটি বিধানসভা আসনে হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়ার জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে।” পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের কাছে তালিকা সংশোধনের আবেদন জানিয়ে বলেন, “বিজেপি শাহদারা এলাকায় ১১ হাজার ১৮ জন জন ভোটারের নাম মুছে ফেলার জন্য একটি আবেদন জমা দিয়েছে, আমরা সেই আবেদনের ৫০০টি নাম পরীক্ষা করেছি। তাঁদের ৭৫ শতাংশই এখন সেখানে বসবাস করছেন। কিন্তু তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হতে চলেছে।”
আরও পড়ুন: রাহুল গান্ধীর নাগরিকত্ব বিতর্কে কেন্দ্রের বক্তব্য তলব দিল্লি হাইকোর্টের
প্রসঙ্গত, ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির শাহদারা বিধানসভা কেন্দ্রের আম আদমি পার্টির প্রার্থী মাত্র ৫,০০০ ভোটে জয়ী হয়েছিলেন। সেই এলাকাতেই বিজেপির বিরুদ্ধে ১১ হাজারের বেশি ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ সামনে এনেছেন কেজরিওয়াল। এদিকে আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই ভোটগ্রহণ হবে দিল্লিতে। সেই কারণে, ডিসেম্বরের শেষ দিকে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। তার আগেই কমিশনের কাছে ভোটার তালিকা ‘সংশোধন’ করার পাশাপাশি ভোটার তালিকা প্রকাশ করার দাবি জানান আপ প্রধান। এখন এটাই দেখার বিষয়, কমিশন তাঁর দাবির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়।
দেখুন আরও খবর: