কলকাতা: গত জানুয়ারিতে নির্বাচনে (Election) জিতে ক্ষমতায় এসেছিলেন। কয়েক মাসের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে দেশ ছাড়তে হয়েছে বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina)। এরপরই মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবে এই সরকার। স্বাভাবিকভাবে সবার প্রশ্ন কবে নির্বাচন ঘোষণা হবে? ইতিমধ্যে বিএনপি দাবি তুলেছে অবিলম্বে নির্বাচন করতে হবে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও নির্বাচনে অংশ নেওয়ার কথা তুলে ধরেছেন। এই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার জানাল, যতক্ষণ দরকার, ততদিন এই সরকার ক্ষমতায় থাকবে।
শনিবার বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, মানুষের সংস্কারের আকাঙ্খা, নতুন নির্বাচনের আকাঙ্খার মধ্যে সমন্বয় করে এই সরকারের যতদিন থাকা দরকার, ততদিন থাকবে। বেশিও না, কমও না। এদিন সচিবালয়ে আসেন আইন উপদেষ্টা। সেখানে সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারের হুমকি মহিলা চিকিৎসককে
আরও খবর দেখুন