নয়াদিল্লি: এবার ইজরায়েলি (Israel) হামলার জবাব দেবে ইরান (Iran)। সেনাকে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই। গত শনিবার ভোরে দুদফায় ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী এলাকায় হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই হামলার জবাব দেওয়ার প্রস্তুতি শুরু করল ইরান। কীভাবে কোথায় কোথায় হামলা চালানো যেতে পারে তার ছক কষা শুরু করল ইরানের সেনাবাহিনী। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইরানের সেনা ইজরায়েলে কঠোর হামলার পরিকল্পনা করছে। এক সেনা আধিকারিক জানিয়েছেন, এমন হামলা চালানো হবে যা ইজরায়েল কল্পনাও করতে পারেনি।
শনিবার ভোরে দুদফায় ইরানের রাজধানী তেহরান ও পাশের এলাকায় হামলা চালিয়েছিল ইজরায়েল। হামলায় চার জন ইরানি সেনার মৃত্যু হয়। যে ঘটনার পর নতুন করে উত্তেজনা শুরু হয় পশ্চিম এশিয়ায়। ইজরায়েলের গোয়েন্দা সূত্রে খবর, ইরাকের ভূখণ্ড থেকে হামলা চালাতে পারে তেহরান।
আরও পড়ুন: ইজরায়েলে হিজবুল্লার অতর্কিত হামলা, নিহত ৭
দেখুন অন্য খবর: