মুম্বই: অভিনেত্রী তথা বিজেপি (BJP) সাংসদ কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranawat) মুক্তি পেতে চলা সিনেমা এমার্জেন্সি আটকাতে সক্রিয় বিজেপি? এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। যে ঘটনায় আলোড়ন পড়েছে। সিনেমাটির মুক্তি সম্পর্কে সিদ্ধান্ত নিতে সিবিএফসিকে বলার পাশাপাশি বিস্মিত মন্তব্য মুম্বই হাইকোর্টের। বিজেপির সাংসদ কঙ্গনা রানাওয়াত অভিনীত এমার্জেন্সি সিনেমার এক সহ প্রযোজক বৃহস্পতিবার আদালতকে জানালেন, বিজেপির প্রয়াসে মুক্তি আটকে গিয়েছে।
শিখ বিরোধী হিসেবে মুক্তি হওয়ার আগেই অভিযুক্ত হওয়া সিনেমাটি তাদের স্বার্থ বিরোধী বলে মনে করছে বিজেপি। আর সেই কারণেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে দিয়ে সিনেমাটির মুক্তি আটকে দেওয়া হয়েছে বলে এদিন জানানো হয় বিচারপতি বুর্গেস কোলাবাওয়ালা ও বিচারপতি ফিরদোস পুনিওয়ালার ডিভিশন বেঞ্চকে।
আরও পড়ুন: কবে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন? জানুন আপডেট
অক্টোবরে হরিয়ানা নির্বাচনের পর যাতে সিনেমাটি মুক্তি পায় সেজন্য সিবিএফসি ইচ্ছাকৃতভাবে প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন জি স্টুডিওর আইনজীবী। এই সিনেমাটি সম্পর্কে শিখ সম্প্রদায়ের কিছু আপত্তি আদালতে জমা পড়েছে। অথচ বিষয়টি আদৌ তেমন নয় বলেও জানান ওই আইনজীবী। কোনও সিনেমা না দেখে কি করে সেটি সম্পর্কে প্রশ্ন তোলা যায়? বিস্মিত আদালতের প্রশ্ন।
সিনেমার জন্য একটি সম্প্রদায়ের কি ক্ষতি হতে পারে? আমাদের পার্সি সম্প্রদায়কে নিয়ে হামেশাই মজা করা হয়। প্রায় প্রতিটি সিনেমায়। অন্যদের সঙ্গে আমরাও সেগুলি দেখে হাসি। কখনোই মনে হয় না, এগুলি আমাদের সম্প্রদায় বিরোধী। মন্তব্য বিচারপতি কোলাবাওয়ালার। তোমরা যা করতে চাও কর। কিন্তু ২৫ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। সাহস থাকলে জানিয়ে দাও- সিনেমাটি প্রকাশ করা যাবে না। সেই সিদ্ধান্তকে স্বাগত জানাতে হবে। কিন্তু আড়ালে বসে থাকলে চলবে না। বোর্ডের ভূমিকার সমালোচনা করে মন্তব্য বেঞ্চের।
আরও খবর দেখুন