জলপাইগুড়ি: নিখোঁজ তৃণমূল নেতার দেহ উদ্ধার। খুনের অভিযোগে ব্যাপক উত্তেজনা। প্রতিবাদে মালবাজার থানার (Malbazar PS) সামনে পথ অবরোধ (Road Blockade)। মৃতের নাম সুনীল লোহার (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার রাতে মাল মহকুমার নিদাম চা বাগানে তৃণমূলের শ্রমিক নেতার দেহ উদ্ধার করে মালবাজার থানার পুলিশ। বাগানের ভিতরে নালা থেকে উদ্ধার হয় তৃণমূল নেতার দেহ। ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে মালবাজার থানার পুলিশ। ইতিমধ্যে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ।
আরও পড়ুন: কেজরিওয়ালের পরে দিল্লির মন্ত্রী আতীশীকে নোটিশ পুলিশের
এদিকে তৃণমূল শ্রমিক নেতাকে খুন করা হয়েছে এই অভিযোগে রবিবার মালবাজার থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় নিদাম চা বাগানের চা শ্রমিকরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালবাজারে। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সঠিক তদন্তের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেয় শ্রমিকরা। তবে কী কারনে তিনি খুন হলেন তা এখনও স্পষ্ট নয়।
আরও খবর দেখুন