skip to content
Sunday, February 9, 2025
HomeScrollমা সরস্বতীর আশীর্বাদে এই তিনরাশির কৃপা লাভ
Horoscope

মা সরস্বতীর আশীর্বাদে এই তিনরাশির কৃপা লাভ

ভারতে সরস্বতী পুজো বসন্ত ঋতুর আগমনের প্রতীক হিসেবে বিবেচিত হয়

Follow Us :

বাঙালির আর পাঁচটা পুজোর মতো সরস্বতী, বা বসন্ত পঞ্চমী শ্রদ্ধা, ভক্তি ও উৎসাহের সঙ্গে পালন করে মানুষ। সরস্বতী মর্ত্যে বিদ্যার দেবী হিসেবেই পরিচিত। তাই স্কুল, কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই পুজোর আরাধনা প্রধানত দেখা যায়। বেশির ভাগ সকলেই এদিন হলুদ শাড়ি ও পাঞ্জাবিতে নিজেকে সাজিয়ে তোলেন। আবার এই সরস্বতী পুজোকে প্রেম দিবসও।

বিশ্বাস করা হয় যে দেবী সরস্বতী বসন্ত পঞ্চমীতে আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে যথাযথ রীতিনীতির সঙ্গে তাঁর পুজো করা হয়। ভারতে এটি বসন্ত ঋতুর আগমনের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

কথিত আছে যে, বসন্ত পঞ্চমীতে যদি সঙ্গীতের দেবী, মা সরস্বতীর সত্যিকারের ভক্তি সহকারে পুজো করা হয়, তাহলে ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং তার বুদ্ধিরও বিকাশ ঘটে।

আরও পড়ুন: কর্কট রাশিতে ধনলক্ষ্মী রাজযোগ! এই দুই রাশির সৌভাগ্য উপচে পড়বে, জীবনে সুখ সমৃদ্ধির বার্তা

২০২৫ সালে ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো পালিত হচ্ছে। জ্যোতিষীদের মতে, এই তিথিতে উত্তরভাদ্রপদ নক্ষত্র এবং শিব ও সিদ্ধ যোগ গঠিত হচ্ছে, এটি একটি উত্তম সংযোগ।

৮.৫১ মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। এই সময়ে ৩ রাশির সৌভাগ্যের দরজা খুলে যাবে৷

 

কন্যা রাশি- শনির নক্ষত্র পরিবর্তন কন্যার রাশির সৌভাগ্য, বয়ে নিয়ে আসবে। সরস্বতী পুজোর পর এই রাশির মানুষেরা দারুণ সাফল্য অর্জন করবে। সমাজে যশ, খ্যাতি বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন। দাম্পত্য জীবনেও সুখের হবে। ভ্রমণের যোগ প্রবল। পুরনো প্রেম ফিরে আসতে পারে।

 

কুম্ভ রাশি- শনির আশীর্বাদে কুম্ভ রাশির ভাগ্যে উন্নতি। আর্থিক উন্নতির যোগ প্রবল। মন মেজাজ স্বাস্থ্য ভালো থাকবে। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। পরিশ্রমের ফল পাবেন। কাজের নতুন দায়িত্ব পেতে পারেন। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে স্বস্তি পাবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। প্রেমের জন্য দিনটি অত্যন্ত শুভ।

 

মীন রাশি- সরস্বতী পুজোয় শনির নক্ষত্র পরিবর্তন কন্যা রাশির জন্য শুভ হবে। আচমকা অর্থলাভ। সংসারে আর্থিক সংকট দূর হবে। তবে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য না করলে ব্যয় বৃদ্ধি পাবে। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন। প্রেম জীবনে সুখী হবেন। বিবাহের যোগ তৈরি হবে। স্বাস্থ্য ভালো থাকবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

 

RELATED ARTICLES

Most Popular