নয়া দিল্লি: বাজেট নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করমুক্ত আয়ের সীমা ১ লক্ষ টাকার থেকে বাড়িয়ে ১২ লক্ষ করা হয়েছে। জনহিত এই বাজেটের প্রশংসায়া পঞ্চমুখ বিজেপি ও শরিক নেতারা। উল্টো সুর বিরোধী নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) গলায়।
আরও পড়ুন: বাজেটে মালামাল মলদ্বীপ, কত টাকা পেল বাংলাদেশ?
কেন্দ্রের শাসক দলকে নিশানা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছেন,’গুলির ক্ষতস্থানে দেওয়া হয়েছে ব্যান্ড-এইড। বিশ্বজুড়ে অনিশ্চিয়তার মধ্যে এই অর্থনৈতিক সংকট মোকাবিলায় আমূল বদল দরকার। কিন্তু কেন্দ্র সরকার নীতিপঙ্গু।’
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশকে বঞ্চিত করার অভিযোগ করেছে কংগ্রেস। নরেন্দ্র মোদি সরকার এনডিএ শরিক নিতিশ কুমারকে ঢেলে বাজেট দিয়েছে বিজেপি। ‘নিষ্ঠুর বঞ্চনার শিকার অন্ধ্র’ বলে কটাক্ষ রাহুলের।
দেখুন আরও খবর:
Band-Aid instead of bullets, Rahul’s criticism of the budget Kolkatatv online national news
Rahul Gandhi, Union Budget 2025, Budget 2025 Announcement, বাজেট ২০২৫, রাহুল গান্ধী