কলকাতা: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Madhyamik Admit Card issue) মামলায় বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court )। আগামী সপ্তাহ ১০ তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। পরীক্ষা শুরু হতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। রাজ্যের বহু স্কুলের ছাত্রছাত্রীরা এখনও হাতে পায়নি অ্যাডমিট কার্ড। অনেকে এখনও অ্যাডমিট কার্ড পাননি বলে অভিযোগ। এই ইস্যুতে মামলা হয় হাইকোর্টে। অ্যাডমিট কার্ড পাওয়ার দাবি জানানো হয় আদালতে। বৃহস্পতিবার ছিল শুনানি। সেই মামলায় পোর্টাল খোলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন:নবম শ্রেণীর ছাত্রীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ, ধৃত প্রতিবেশী দাদু
মাধ্যমিক শুরু হতে আর কয়েকটা দিনবাকি। রাজ্যের বিভিন্ন স্কুল মিলিয়ে অন্তত ৫০ জন অ্যাডমিট কার্ড পাননি। পড়ুয়ারা অনিশ্চয়তায় রয়েছেন। আদৌ তারা পরীক্ষায় বসতে পারবে কি না তা জানেনা।এই ইস্যুতে মামলা হয় হাইকোর্টে। এদিন মামলার শুনানিতে সেই সকল ছাত্র-ছাত্রীদের আজ বৃহস্পতিবার সন্ধ্যে ৬টার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিটের ব্যবস্থা করার নির্দেশ দিল হাইকোর্ট। সন্ধে ৬টার থেকে মধ্যশিক্ষা পর্ষদ তাদের পোর্টাল খুলে দেবে।সেখানে আবেদন জানাতে পারবে স্কুলগুলি। যারা অ্যাডমিট পায়নি তাদের জন্য স্কুল কর্তৃপক্ষ আবেদন করবে। হাইকোর্টের আরও নির্দেশ, এছাড়া আগামী ৯ তারিখের মধ্যে পরীক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে হবে অ্যাডমিট কার্ড।
অন্য খবর দেখুন
