কলকাতা: জমি দখলের জেরে এবার কলকাতা হাইকোর্টের রোষের মুখে পড়লেন নিউটাউন থানার আইসি। কিন্তু কেন? জানা যাচ্ছে, নিউটন থানার পক্ষ থেকে অবৈধভাবে প্রোমোটারের মাধ্যমে চলছিল জমি দখল এবং সেই ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার ছবি সামনে আসে। সেই ঘটনা সামনে আসার পরেই মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। আর সেখানেই রোষের মুখে পড়লেন নিউটাউন থানার আইসি।
আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ির বদলে পান্তা ভাত, বিক্ষোভ অভিভাবকদের
আদালতে লাইভস্ট্রিমিং বন্ধ করে দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্য সরকারের আইনজীবীর কাছে স্পষ্টত জানতে চান, কার নিয়োগ প্রক্রিয়ায় নিউটাউন থানার আইসি পোস্টিং করেছে। এবং কীভাবেই বা তার দিনের পর দিন প্রমোশন হচ্ছে? উনি কি বিধাননগরের কমিশনারেট মধ্যে কাজ করছেন?
এর আগেও বাগুইআটির জোড়া খুন মামলায় এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ ছিল। সেই কথাকেও তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট দাবি করেন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আদালতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে আই সি কে অবিলম্বে ওই পদ থেকে সরাতে হবে। এমনকি ১০ জানুয়ারি পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে যদি কাজ না হয়, তাহলে আদালত এরপর পদক্ষেপ গ্রহণ করবেন বলে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।
দেখুন অন্য খবর