Friday, August 29, 2025
HomeScrollক্যালেন্ডার গার্ল ঋতাভরী, অভিনেত্রীর উষ্ণ লুকের বুঁদ নেটপাড়া

ক্যালেন্ডার গার্ল ঋতাভরী, অভিনেত্রীর উষ্ণ লুকের বুঁদ নেটপাড়া

কলকাতা: বাঙালি কন্যা ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) লেটেস্ট ফটোশ্যুটে সোশাল মিডিয়ায় চড়ছে উষ্ণতার পারদ। ক্যালেন্ডার শ্যুটের ছবি প্রকাশ্যে আসতে ঋতাভরীর উষ্ণ লুকের ছবিতে বুঁদ নেটপাড়া। এবার শীতের সকালে অভিনেত্রীর ইনস্টা পোস্ট পারদ চড়াল কয়েকগুন।

ঋতাভরী মানেই যুবকদের বুক ধরফর। অভিনেত্রীর মোহময়ী আবেদনে কুপকাত নেটিজেনরা। অভিনেত্রী প্রায়ই স্যোশাল মিডিয়ায় তার মায়াবী লুকের ছবি পোস্ট করে ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন। বেশ কয়েকমাস আগে অভিনেত্রীর জীবনে নতুন মানুষের আগমন ঘটেছে। তথাগতর সঙ্গে এনগেজমেন্ট ভাঙার পর সুমিত অরোরার সঙ্গে নতুন সম্পর্কে ঋতাভরী চক্রবর্তী। মন দেওয়া নেওয়ার পর এবার বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। প্রেম হোক ফটোশ্যুট রাগঢাক করেন না অভিনেত্রী। বরাবরই বোল্ড কিলার ফিগার মেলে ধরেন নায়িকা। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও ফটোশ্যুটেও জুরি মেলা ভার।

আরও পড়ুন: বাংলাদেশে মুক্তি পাবে না কঙ্গনার ‘এমার্জেন্সি’, কোন কারণে?

খুব শীঘ্রই ক্যালেনডার দেখা যাবে টলিউডের গ্ল্যাম কুইন ঋতাভরী চক্রবর্তীকে। খোলামেলা হলুদ স্টট ড্রেসে সঙ্গে পিঙ্ক ব্রালেটে ক্যালেন্ডার শ্যুটে নজর কেড়েছেন বাঙালি কন্যা ঋতাভরী। ডিপকাট ড্রেসে উন্মুক্ত বক্ষযভাঁজে আগুন ঝড়াচ্ছেন নেটপাড়ায়। একসমুদ্র সৈকতে রঙবেরঙের বাড়ির সামংনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। ভিডিওর ব্যাগগ্রাউন্ডে বাছে বলিউড গান। অন্য এক ছবিতে দেখা গিয়েছে ফুলের বাগানে একেবারে পরী সাজে অভিনেত্রী। চোখে আবেদন ভরা কিলার চাহনি কালো স্পিল্ট ড্রেসে ঋতাভরী। অভিনেত্রীর ফোটে শুট রাতের ঘুম উড়িয়েছে নেটিজেনদের। ক্যালেন্ডার গার্ল ঋতাভরী চক্রবর্তীর ফটোশ্যুটের প্রশংসা করেছেন অভিনেত্রীর ভক্তরা।

 

অন্য খবর দেখুন

Read More

Latest News