কলকাতাঃ গতকাল নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরব হন বিভিন্ন ইস্যু নিয়ে। বাজারদর অগ্নিমূল্য নিয়ে তীব্র ভৎসনা করেন তিনি। অভিযোগ তোলেন বাজারে আলু-পেঁয়াজের তীব্র দাম নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন বাজার অগ্নিমূল্য হওয়ায় পকেটে ছেঁকা খাচ্ছেন আমজনতা। আর তারপরই আজ অর্থাৎ শুক্রবার নবান্নে উচ্চপর্যায়ে বৈঠকের ডাক দিলেন মুখ্যসচিব মনোজ পান্থ।
আরও পড়ুনঃ কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন বিস্তারিত
নবান্ন সূত্রে খবর, আজ নবান্নে বাজারদর নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব। টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে আজ বসতে চলেছেন মুখ্যসচিব। জানা যাচ্ছে, বৈঠকে আজ উপস্থিত থাকতে চলেছেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের আধিকারিকরাও। শুধুমাত্র তাই নয়, ব্যবসায়ী সংগঠনের সদস্যরাও আজ উপস্থিত থাকতে চলেছেন এই বিশেষ বৈঠকে। জানা যাচ্ছে, দুপুর ২টো থেকে মুখ্যসচিবের নেতৃত্বাধীন শুরু হবে এই জরুরি বৈঠক।
উল্লেখ্য, কালীপুজোর আগে বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণাবর্ত। যার জেরে ওড়িশার উপকূলবর্তী এলাকায় প্রবল গতিবেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘দানা’। যার প্রভাব দেখা যায় বঙ্গেও। বঙ্গের উপকূলবর্তী এলাকায় ‘দানা’র প্রভাবে হয় ব্যাপক বৃষ্টিপাত। বৃষ্টির জেরে সমস্ত চাষের জমি জলের তলায় চলে যায়। ব্যাপক ক্ষতি হয় চাষিদের। সমস্ত আনাজ নষ্টের মুখে পড়ে। যার জেরে অগ্নিমূল্য হয় বাজারদর। সাধারণ মানুষের পকেটে ছ্যাকা লাগে। তাই এবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর আজ জরুরি বৈঠকের ডাক মুখ্যসচিব মনোজ পান্থের।
দেখুন অন্য খবর