Saturday, June 22, 2024

HomeScrollডিসেম্বরে দিল্লি অভিযানের ডাক মমতার, মোদির কাছে দরবার

ডিসেম্বরে দিল্লি অভিযানের ডাক মমতার, মোদির কাছে দরবার

অ্যাপয়েন্টমেন্ট না দিলে রাস্তায় থাকব, মার খাব, বললেন নেত্রী

Follow Us :

কলকাতা: রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে দিল্লি অভিযানের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netajiindoor Stadium) তৃণমূলের (TMC) বিশেষ অধিবেশনে দলনেত্রী বলেন, সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন আমি নিজে দিল্লিতে যাব। সাংসদ, বিধায়কদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে একশো দিনের কাজের টাকার দাবি জানাব। মমতা বলেন, অ্যাপয়েন্টমেন্ট দিলে ভালো। না দিলে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। অনেক মার খেয়েছি সিপিএম আমলে। দিল্লিতে না হয় আপনাদের হাতে একটু মার খেলাম। এমনিতেই তো আমরা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। নেত্রী এদিন স্লোগানের বয়ানও ঠিক করে দেন। তিনি বলেন, হয় টাকা দাও, নয়ত বিদায় নাও। এটাই হবে আমাদের স্লোগান।

লোকসভা নির্বাচনের রণকৌশল কী হবে, তা বাতলে দিতে এদিন এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। সভায় মূল বক্তা ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সভায় উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু চোখের সমস্যা বৃদ্ধি পাওয়ায় ডাক্তাররা তাঁকে অন্তত দশদিন বিশ্রামে থাকতে বলেন। তাই তিনি সভায় থাকতে পারেননি। ভার্চুয়ালি কিছুক্ষণের জন্য হাজির ছিলেন অভিষেক।

আরও পড়ুন: নেতাজি ইন্ডোরে মমতার সভায় নেই অভিষেক

এদিনের সভায় নেত্রী বুঝিয়ে দেন, লোকসভা ভোটের প্রচারে একশো দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনার বকেয়া টাকার দাবিকেই পাখির চোখ করা হবে। সেইমতো তিনি কিছু কর্মসূচিও ঘোষণা করেন। ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তিনদিন দুই ঘণ্টা করে দলের বিধায়কদের বিধানসভার লনে বি আর আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসতে হবে। সেটা বাধ্যতামূলক। ২ এবং ৩ ডিসেম্বর বুথে বুথে রাজ্যের প্রাপ্য টাকার দাবিতে মিছিল, মিটিং করতে হবে। দলের সমস্ত শাথা সংগঠনকে একযোগে এই কর্মসূচিতে শামিল হতে হবে বলে নেত্রীর নির্দেশ।

মমতা বলেন, বিজেপির আয়ু আর মাত্র তিন মাস। তারপর তাদের দিল্লি থেকে বিদায় নিতে হবে। আমি নিজে ডিসেম্বর মাসে দিল্লি যাব। আমাদের অবশ্য তিন মাস পর এমনিতেই দিল্লিতে পাকাপাকি ভাবে যেতে হবে। কারণ দিল্লিতে বিজেপির সরকারটা আর থাকবে না। বিজেপিকে বিদায় জানানোর জন্য ইন্ডিয়া জোট করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অন্যায় ভাবে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। এটা কারও দয়ার টাকা নয়। রাজ্যের হকের টাকা। এই টাকা দিতেই হবে।

এর আগে একশো দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনার বকেয়া টাকার দাবিতে দিল্লিতে অভিষেকের নেতৃত্বে ধরনা হয়। দিল্লি থেকে ফিরে রাজভবনের সামনে টানা চারদিন অবস্থান চালান অভিষেকরা। সেই অবস্থান মঞ্চ থেকেই অভিষেক ঘোষণা করেছিলেন, ৩১ অক্টোবর পর্যন্ত দেখা হবে। তার মধ্যে টাকা না দিলে ১ নভেম্বর থেকে মমতার নেতৃত্বে তীব্র আন্দোলন শুরু হবে দিল্লিতে। মমতা দিল্লির ধরনার কথা উল্লেখ করে বলেন, আমাদের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়করা দিল্লিতে আন্দোলন করলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাঁদের চার ঘণ্টা বসিয়ে রেখে পালিয়ে গেলেন। উল্টে আমাদের নেতাদের গ্রেফতার করল দিল্লি পুলিশ। যদিও তাঁদের কাউকে গ্রেফতার করা হয়নি বলে দিল্লি পুলিশের দাবি। কেন্দ্রীয় মন্ত্রীর দফতর থেকে তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। রাতে সকলকে ছেড়ে দেওয়া হয়।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Modi-Mamata | আলোচনা ছাড়াই আইন পাস, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
00:00
Video thumbnail
NEET কাণ্ড মুখ খুললেন তেজস্বী কী বললেন শুনুন
00:00
Video thumbnail
আয়করে কি ছাড় বাড়বে ? বড় ঘোষণা হতে চলেছে নতুন সরকারের প্রথম বাজেটে
08:12:41
Video thumbnail
Adhir Ranjan Chowdhury | প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অধীর ? জানুন আসল খবর
07:35:35
Video thumbnail
Adhir Ranjan Chowdhury | প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অধীর ? জানুন আসল খবর
00:00
Video thumbnail
NDA | মহারাষ্ট্রে NDA কি ব্যাকফুটে? শিণ্ডে গোষ্ঠীর সঙ্গে মতপার্থক্য? কী হবে?
04:31:35
Video thumbnail
TMC | তোলাবাজি করে মদ-মাংস খেলে ব্যবস্থা ! তৃণমূল কর্মীদের হুমকি মন্ত্রীর
04:21:08
Video thumbnail
EVM | EC | বিগ ব্রেকিং! এবার EVM চেক হবে! ৬ রাজ্যের ৮ সিটে
06:06:25
Video thumbnail
Suvendu Adhikari | হঠাৎ কেন সুর নরম ? ধরনা দিতে আদালতে বিকল্প জায়গার প্রস্তাব শুভেন্দুর !
08:54:50
Video thumbnail
Modi-Mamata | আলোচনা ছাড়াই আইন পাস, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
10:37:11