কলকাতা: আগামী বছরই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। তার আগেই শুক্রবারই ডায়মন্ডহারবার থেকে নির্বাচনের প্রচার শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন ফলতায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগদান করে অভিষেক। সেখান থেকে নওশাদ সিদ্দিকির (Nawsad Siddiqui ) ওই কেন্দ্রে ভোটে দাঁড়ানোর জল্পনার মধ্যেই মুখ খুলেন ডায়মন্ডহারবারের সাংসদ। তিনি বলেন, যে দাঁড়াতে চায় দাঁড়াতে পারে। সিপিএম আমাকে হারাতে সংখ্যালঘু তাস খেলছে। কোনও লাভ হবে না। আপনারা দেখেছেন আগেরবার ওদের কী হাল হয়েছিল। মানুষ ওদের মনে রাখেনি।
লোকসভা ভোটে কোন কেন্দ্রে কোন দল কাকে প্রার্থী করবে তা লাক্ষ টাকার প্রশ্ন। প্রতিবার হেভিওয়েট কেন্দ্রে কে প্রার্থী হবে তা নিয়ে থাকে চমক। এবার ভোটের আগে নওসাদ নিজেরে কোন কেন্দ্রে দাঁড়াতে চান সেই ইচ্ছা প্রকাশ করেছেন। লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। ঘোষণা করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে বাম ও কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, যদি লোকসভা ভোটে ওই কেন্দ্রে নওশাদ প্রার্থী হন তাহলে। অভিষেকের সঙ্গে মুখোমুখি প্রতিদ্বন্দিতায় পড়বেন।
আরও পড়ুন: কয়লা কাণ্ডে কিছু না করতে পেরে নিয়োগ দুর্নীতিতে তলব ইডির, দাবি অভিষেকের
এদিন ফলতায় অভিষেক বিজয় সম্মেলনীতে যোগ দিয়ে বলেন, আমার গতকাল এখানে কর্মসূচি করার কথা ছিল।হঠাৎ করে আমাকে আবার হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে ইডি। সেই কারণে ইচ্ছা বা মন না থাকলেও আপনাদের সভা একদিন পিছিয়ে দিয়ে আমাকে এজেন্সির দফতরে যেতে হয়েছিল। তিনি বলেন, তৃণমূলের সঙ্গে লড়াইয়ে না পেরে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে আমাদের দমিয়ে রাখতে চাইছে। কিন্তু আমরা মাথা নত করব না।
তিনি বলেন, টাকা নিয়ে সেটিং করাও জনপ্রতিনিধির কাজ নয়, মানুষের পাশে থাকাটাই কাজ। যতদিন ডায়মন্ড হারবারে আছি, ততদিন এখানে বিজেপিকে সাম্প্রদায়িক রাজনীতি করতে দেব না। গুজরাত-উত্তরপ্রদেশের থেকেও ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াতে পারেন। মানুষই আপনাদের ভো-কাট্টা করে দেবে। ভোটের সময় টাকা ছড়িয়ে কোনও লাভ হবে না। বড় ফুল টাকা দিলে নেবেন, কিন্তু ভোটটা জোড়াফুলেই দেবেন, ফলতার জনসভা থেকে হুঙ্কার অভিষেকের।
আরও অন্য খবর দেখুন