Placeholder canvas
HomeScrollপদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল

পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল

রাজ্যপালকে ই-মেল করে পদত্যাগ পত্র পাঠান

কলকাতা:পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখ্যোপাধ্যায় (Advocate General Soumendranath Mukherjee)। শুক্রবার বিদেশ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (C. V. Ananda Bose) ই-মেল করে পদত্যাগ পত্র পাঠান। হঠাৎ কী কারণে তিনি পদত্যাগ করলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে আইনজাীবী মহলে। সূত্রের খবর, এই মুহূর্তে বিদেশে রয়েছেন তিনি। আগামী ১৮ অক্টোবর দেশে ফিবেন তাঁর আগেই পদত্যাগ পত্র পাঠিলেন। যদিও এখনও পর্যন্ত তাঁর পদত্যাগ পত্র গৃহীত হয়নি বলে জানা যাচ্ছে।

তৃণমূল সরকারের আমলে পরপর তিনবার বদল হল অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আইনজীবী মহলে গোপাল মুখোপাধ্যায় নামেই সমধিক পরিচিত। তিনি প্রবীণ বিজেপি নেতা তথা অটল বিহারী বাজপেয়ীর জমানায় কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলানো সত্যব্রত মুখোপাধ্যায়ের ছেলে। নন্দীগ্রামের ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলা লড়েছিলেন তিনি।

আরও অন্য খবর দেখুন

Prasanna Roy | নিয়োগ দুর্নীতিতে জোড়া মামলায় সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর প্রসন্ন রায়ের

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments